সংক্ষিপ্ত

অভিযোগ ছিল জাতীয় সড়কের জন্য নেওয়া হয়েছিল জমি। তাতেই দখলদারি করা হয়। জমি দখল করে সেখানে তৈরি করা হয়েছে পাকা বিল্ডিং।

 

অবৈধ নির্মাণ নিয়ে আগেও কড়া নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। এবারও প্রায় একই পথে হাঁটালেন তিনি। জমি সংক্রান্ত একটি মামলায় এবার অমৃতা সিনহা রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় সরানোর নির্দেশ দিয়েছে। অভিযোগছিল দখল করা জমিতে গড়ে উঠেছে পাকা বিল্ডিং। সেখানে রয়েছে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসও। এবার সেই পার্টি অফিস সরানোর নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট।

অভিযোগ ছিল জাতীয় সড়কের জন্য নেওয়া হয়েছিল জমি। তাতেই দখলদারি করা হয়। জমি দখল করে সেখানে তৈরি করা হয়েছে পাকা বিল্ডিং। তৈরি হয়েছিল তৃণমূল কংগ্রেসের পাকা বিল্ডিং। প্রথমে পূর্ত দফতর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। কিন্তু জবরদখল মুক্ত করতে পারেনি। শেষপর্যন্ত কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়। দখলদারি মুক্ত করার নির্দেশ দেয় আদালত। সময়সীমাও নির্দিষ্ট করে দেয়।

কলকাতা হাইকোর্টের নির্দেশ, আগামী ১২ সপ্তাহের মধ্যে উত্তর ২৪ পরগনার জেলা শাসককে উপযুক্ত পদক্ষেপ করতে হবে। সূত্রের খবর উত্তর ২৪ পরগনার বসিরহাটের মাটিয়া থানা এলাকায় কাকড়া মউজার বাসিন্দা অভিযোগ করেন তাঁর বাড়ির সামনেই পূর্ত দফতর রাস্তা তৈরির জন্য জমি নিয়েছিল। কিন্তু সেই জমি দখল করেই তৈরি করা হয়েছে পাকা বাড়ি, তৃণমূলের পার্টি অফিস।

সংশ্লিষ্টের আরও অভিযোগ , দখলদারির জন্য তাঁর বাড়িতে ঢোকা বেরোনোর রাস্তা বন্ধ হয়ে গেছে। এরপরই সমস্যা সমস্যা সমাধানে সংশ্লিষ্ট ব্যক্তি পূর্ত দফতরের দ্বারস্থ হয়েছিল। আদালতে বসিরহাটের পূর্ত দফতরের তরফেও রিপোর্ট দেওয়া হয়েছিল। সেখানেই অভিযোগের সত্যতায় সিলমহর দেওয়া হয়। সেই রিপোর্টে অবৈধভাবে তৈরি হওয়া তৃণমূলের পার্টি অফিসেরও উল্লেখ ছিল।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।