স্কুলের কয়েকজন শিক্ষক প্রবেশপথে মেটাল ডিটেক্টর দিয়ে পরীক্ষার্থীদের তল্লাশি চালাচ্ছিলেন । অভিযোগ, এমন সময় এই তল্লাশির প্রতিবাদ জানিয়ে পরীক্ষার্থীদের একাংশ শিক্ষকদের ওপর হামলা চালায়। পড়ুয়াদের এই আচরণে ৬ জন শিক্ষক গুরুতর জখম হয়েছেন বলে জানা যায়।

উচ্চমাধ্যমিক পরীক্ষায় টোকাটুকি রুখতে গিয়ে শিক্ষকদের এমন হাল করে ছাড়ল পরীক্ষার্থীরা। মালদার বৈষ্ণবনগর থানার চামগ্রাম হাইস্কুলে বুধবার উচ্চমাধ্যমিকের ইংরেজি পরীক্ষা চলাকালীন এক অপ্রীতিকর ঘটনা ঘটেছে। পরীক্ষার্থীদের তল্লাশিকে কেন্দ্র করে সেখানে উত্তেজনা ছড়ায়, যা শেষ পর্যন্ত পরীক্ষার্থীদের একাংশের দ্বারা শিক্ষকদের ওপর হামলার রূপ নেয়। অভিযোগ, এই ঘটনায় স্কুলের ৬ জন শিক্ষক গুরুতর আহত হয়েছেন।

স্কুল সূত্রে ঘটনার বিবরণ জানা যায়, এবছর চামাগ্রাম হাইস্কুলে কান্দিটোলা হাইমাদ্রাসা, চর সুজাপুর হাই স্কুল এবং পারলালপুর হাই স্কুলের পরীক্ষার্থীদের সিট পড়েছে। পরীক্ষার্থীদের অসৎ উপায় অবলম্বন ঠেকাতে পরীক্ষা শুরুর আগে, স্কুলের কয়েকজন শিক্ষক প্রবেশপথে মেটাল ডিটেক্টর দিয়ে পরীক্ষার্থীদের তল্লাশি চালাচ্ছিলেন । অভিযোগ, এমন সময় এই তল্লাশির প্রতিবাদ জানিয়ে পরীক্ষার্থীদের একাংশ শিক্ষকদের ওপর হামলা চালায়। পড়ুয়াদের এই আচরণে ৬ জন শিক্ষক গুরুতর জখম হয়েছেন বলে জানা যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বৈষ্ণবনগর থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়।

পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য মালদায় পরীক্ষার পরিদর্শনে এসে এই ঘটনার কথা শুনেছেন। সব কিছু পর্যবেক্ষণ করে পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছেন যে, তিনি এই ঘটনার রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন এবং প্রাথমিক রিপোর্টের ভিত্তিতে ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরও বলেন, ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা আর না ঘটে, সে জন্য যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তল্লাশি চালানোর প্রতিবাদ জানিয়ে পরীক্ষার্থীরা শিক্ষকদের ওপর হামলা চালায়। পরীক্ষার্থীদের অভিযোগ, শিক্ষকদের তল্লাশির নামে হেনস্থা করার কারনে এই ঘটনা ঘটেছে। এই ঘটনার পর মালদার শিক্ষা মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।আচমকা শিক্ষকদের ওপর কয়েকজন পরীক্ষার্থীর হামলা চালানোর ঘটনায় নিন্দার ঝড় উঠেছে শিক্ষামহলে। এই ঘটনার পরিপেক্ষিতে পরীক্ষার্থী এবং সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষের মধ্যে রীতিমত উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে ঘটনাস্থলে বৈষ্ণবনগর থানার পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। 

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।