সংক্ষিপ্ত
আর জি কর মেডিক্যাল কলেজে মহিলা চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় প্রধান অভিযুক্ত এক সিভিক ভলান্টিয়ার। এবার বীরভূমেও এক সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠল।
রাজ্যে একের পর এক অপরাধের সঙ্গে সিভিক ভলান্টিয়ারদের নাম জড়িয়ে যাচ্ছে। মহিলাদের উপর অত্যাচারের অভিযোগও উঠেছে। এবার এক সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে নাবালিকাকে বাড়িতে ডেকে যৌন হেনস্থার অভিযোগ উঠল। এই ঘটনা ঘটেছে বীরভূমের মহম্মদ বাজারে। অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারের নাম চিরঞ্জীব সিংহ। সে মহম্মদ বাজার থানায় কর্মরত। তার বিরুদ্ধে অভিযোগ, ১ নভেম্বর পাশের বাড়ির এক নাবালিকাকে নিজের বাড়িতে ডেকে যৌন হেনস্থা করে। ওই নাবালিকা সপ্তম শ্রেণির ছাত্রী। তার উপর অত্যাচার চালানোর পর হুমকি দেয় অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার। সে নাবালিকাকে বলে, কাউকে এই ঘটনার কথা জানালে মেরে ফেলবে। এই ভয়ে প্রথমে কাউকে এই ঘটনার কথা জানায়নি ওই নাবালিকা। কিন্তু সম্প্রতি তার শারীরিক সমস্যা দেখা যায়। তার মা যখন চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার কথা বলেন, তখন কান্নায় ভেঙে পড়ে ওই নাবালিকা। সে মাকে পুরো ঘটনার কথা জানায়। এরপর বৃহস্পতিবার সিউড়ি মহিলা থানায় অভিযোগ দায়ের করেন নির্যাতিতার মা। এই অভিযোগের জেরে শুক্রবার রাতে অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারকে গ্রেফতার করেছে পুলিশ।
বারবার অপরাধ সিভিক ভলান্টিয়ারদের
আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে এক মহিলা চিকিৎসককে ধর্ষণের পর খুনের অভিযোগে গ্রেফতার হয়েছে কলকাতা পুলিশের সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়। তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। শিয়ালদা আদালতে শুনানি চলছে। আরও কয়েকজন সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ উঠেছে। এক সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক মহিলার সঙ্গে একাধিকবার সহবাসের অভিযোগ ওঠে। গত মাসে এই অভিযোগ দায়ের করেন ওই মহিলা। এরপর চলতি মাসে কলকাতার এন্টালিতে এক সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে মদ্যপ অবস্থায় প্রতিবেশী মহিলার বাড়িতে ঢুকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ ওঠে।
কতদিনে বিচার পাওয়া যাবে?
সম্প্রতি জয়নগর ও ফারাক্কায় নাবালিকার উপর যৌন হেনস্থার ঘটনায় দু'মাসের মধ্যে বিচার প্রক্রিয়া শেষ হয়েছে। বীরভূমের ঘটনাতেও দ্রুত বিচার শেষ করে শাস্তির দাবি উঠছে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
জয়নগরের পর ফারাক্কা, নাবালিকাকে ধর্ষণ করে খুনে ২ মাসের মধ্যে বিচার, মৃত্যুদণ্ড-যাবজ্জীবন কারাবাস
কিশোরীকে আটকে রেখে ধর্ষণ, পাহারাদার অভিযুক্তের স্ত্রী ও কন্যা, মুর্শিদাবাদে গ্রেফতার ৪
৫ বছরের শিশুকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ, অভিযুক্তকে জঙ্গলের মধ্যেই গণপ্রহার