কংগ্রেসের সদস্যরা হাতে ও পায়ে বেড়ি পরে বিক্ষোভ দেখায়। তারা কুশপুতুলও দাহ করে। কংগ্রস সভাপতি জানিয়েছেন, ' আমরা মনে করি যেভাবে হাতে- পায়ে কড়া এবং শিকল পরিয়ে ভারতীয়দের ফিরত পাঠানো হয়েছে তাতে মানবিকতা লঙ্ঘিত হওয়া
আমেরিকার ট্রাম্প প্রশাসন যেভাবে মানবাধিকার লঙ্ঘন করে হাতে - পায়ে কড়া এবং শিকল বেঁধে ভারতীয়দের ফিরত পাঠিয়েছে (Indians Deported From US)এবং সে ব্যাপারে মোদী সরকার (Modi Govt.) আশ্চর্য ও লজ্জাজনক নীরব। এই ঘটনার প্রতিবাদে আজ কলকাতায় (Kolkata) প্রতিবাদ দেখাল কংগ্রেস (Congress)। আমেরিকান দূতাবাসের সামনে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে বিক্ষোভ প্রদর্শন করা হয়। উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার।
কংগ্রেসের সদস্যরা হাতে ও পায়ে বেড়ি পরে বিক্ষোভ দেখায়। তারা কুশপুতুলও দাহ করে। কংগ্রস সভাপতি জানিয়েছেন, ' আমরা মনে করি যেভাবে হাতে- পায়ে কড়া এবং শিকল পরিয়ে ভারতীয়দের ফিরত পাঠানো হয়েছে তাতে মানবিকতা লঙ্ঘিত হওয়ার পাশাপাশি সামগ্রিক ভাবে দেশের অপমান হয়েছে। অথচ যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রোটোকলের বাইরে গিয়ে ট্রাম্পের হয়ে নির্বাচনী প্রচার করেছেন সেই নরেন্দ্র মোদী এই লজ্জাজনক এবং মানবধিকার লঙ্ঘনকারী ঘটনার পরে একেবারে নিশ্চুপ কেন?' তিনি আরও বলেন, 'যেখানে কলম্বিয়ার মতো দেশ আমেরিকার মুখের ওপর জানিয়ে দিতে পারে যে, তাঁরা তাঁদের দেশের নাগরিকদের জাহাজ পাঠিয়ে নিজেরাই ফিরিয়ে আনবেন, সেখানে এই চরম বর্বর এবং মানবাধিকার লঙ্ঘনকারী ঘটনার পরেও ভারতের প্রধানমন্ত্রী, বিদেশ মন্ত্রী বা বিদেশ মন্ত্রক - কোন পক্ষ থেকেই একটা প্রতিবাদ যে হলো না কেবল তা নয়, আমেরিকার সঙ্গে কোনো রকম কূটনৈতিক দৌত্যও এখনো পর্যন্ত চালানো হলো না। মোদি সরকারের এই আমেরিকা - ভীতির কারণ কী?' যদিও গতকালই এই ঘটনার পরই বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, শুধু ভারতীয়দের নয় আরও একাধিক দেশে অবৈধভাবে আমেরিকায় যাওয়াদের ফেরত পাঠিয়েছে আমেরিকা।

কংগ্রেস মনে করিয়ে দিয়েছে 'বিজেপি বারবার পরিযায়ী শ্রমিকদের কথা বলে। কিন্তু আমেরিকা থেকে যাদের ফিরত পাঠানো হয়েছে তাদের অধিকাংশ মানুষই বিজেপি শাসিত গুজরাট রাজ্যের মানুষ। একথা আজ আবার প্রমাণিত হলো দেশে কংগ্রেসের সরকার না থাকলে দেশের সম্মান বারবার নষ্ট হয়, আর যিনি স্বঘোষিত 'বিশ্বগুরু'' তাঁর আমলে নীরব দর্শক হয়ে দেশের অপমান সহ্য করতে হয় আমাদের। '
রাষ্ট্রপতি হওয়ার পরই ডোলান্ড ট্রাম্প অভিবাসন নীতি বাস্তবায়ন করার চেষ্টা করেছে। অভিবাসীদের দেশছাড়া করতে বিমান ব্যবহার করছে। ভরতে ১০৪ জন অভিবাসীদের প্রথম দফায় ফেরত পাঠিয়েছে ট্রাম্প প্রশাসন। তাদের মধ্যে রয়েছে মধ্যে রয়েছে হরিয়ানা ও গুজরাটের ৩৩, পঞ্জাবের ৩০ জন, মহারাষ্ট্র ও উত্তরপ্রদেশের তিন জন আর চণ্ডীগড়ের ২ জন। এই দলে রয়েছেন ১৯ জন মহিল আর ১৩ জন নবালক। যারমধ্যে পাঁচ ও সাত বছরের চার ছেলে ও ২ জন মেয়েও রয়েছে। অনুমান করা হচ্ছে এরা প্রক্যেতেই জীবনের ঝুঁকি নিয়ে আমেরিকায় গিয়েছিল বা যাওয়ার চেষ্টা করেছিল। এই ঘটনার ভিডিও মার্কিন যুক্তরাষ্ট্রের রক্ষী বাহিনীও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
