Sundarban College: ছাত্র সংসদের ঘরেই চলছে এক ছাত্র নেতার বডি ম্যাসাজ। ওই ছাত্র নেতার গা ম্যাসাজের ভিডিয়ো রীতিমতো ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। 

সুন্দরবন: কসবা, সোনারপুরের পর ফের সুন্দরবন মহাবিদ্যালয়। ছাত্র সংসদের ঘরেই চলছে এক ছাত্র নেতার বডি ম্যাসাজ। ওই ছাত্র নেতার গা ম্যাসাজের ভিডিয়ো রীতিমতো ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। (যদিও ভাইরাল ভিডিয়োর সত্যতা যাচাই করেনি এশিয়ানেট নিউজ বাংলা)। এদিকে ওই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই শুরু হয়েছে শোরগোল। তবে ভাইরাল ওই ভিডিয়োতে দেখা গিয়েছে, যার বডি ম্যাসাজ করা হচ্ছে তিনি ওই কলেজের কেউ নন। কী করে একজন বহিরাগত লোক কলেজের ইউনিয়ন রুমে ঢুকে গা ম্যাসাজ করছেন? এই নিয়েই উঠছে প্রশ্ন।

বুধবার এই কলেজের ক্যাম্পাসের মধ্যেই একটি বিয়ের আসর বসানোর ছবি ভাইরাল হয়। সেই ঘটনার রেশ কাটতে না কাটতে ফের সামনে চলে এলো কলেজের ইউনিয়ন রুমের আরও এক কুকীর্তি। ঘটনা ঘিরে বিরোধীদের দাবি, ভিডিয়োতে যাদের বডি ম্যাসাজ করতে দেখা যাচ্ছে তাঁরা আদতে কলেজের কেউই নয়। তাহলে কীভাবে তাঁরা সরাসরি কলেজের ইুনিয়ন রুমে ঢুকে পড়ল? বিরোধীদের অভিযোগ, বহিরাগতরা প্রতিদিনই কলেজে ঢুকে এইসব করছে। দাদাগিরি করছে, আড্ডা মারছে। ভিডিয়োতে যাকে ম্যাসাজ করতে দেখা গিয়েছে সেই দেবজ্যোতি পাল বলেন, ''আমি এই কলেজের ছাত্র নই। বিকেলে কলেজের মাঠে অনেকেই খেলতে যায়। তাঁদের সঙ্গে আমিও গিয়েছিলাম। একদিন বৃষ্টি হওয়ায় কলেজের ইউনিয়ন রুমে ঢুকে পড়েছিলাম। সেই সময় এক বন্ধুর গা ব্যথা করছিল বলে আমি একটু গা-হাত,পা টিপে দিচ্ছিলাম।''

এদিকে ওই যুবকের কথাতেই ফের স্পষ্ট যে, দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবনের এই কলেজের ভিতরে বহিরাগতদের অবাধ প্রবেশ রয়েছে। যদিও মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডঃ শুভঙ্কর চক্রবর্তী বলেন, ''এইরূপ কোনও ঘটনা আমার জানা নেই। এছাড়াও এই রকম কোনও ছবি আমি পাইনি। বিষয়টি খোঁজ নিয়ে দেখতে হবে।'' অন্যদিকে বিষয়টি নিয়ে রাজ্যের শাসক শিবির তৃণমূল কংগ্রেসকে তীব্র কটাক্ষ করেছে বাম-বিজেপি। এই প্রসঙ্গে বাম নেতা সায়ন বন্দ্যোপাধ্যায় অভিযোগ করে বলেন, ''কলেজের ইউনিয়ন রুমে মদ,গাঁজা সব কিছুই খাওয়া হয়। ছাত্রীদের দেখে অশালীন আচরণ, অঙ্গভঙ্গিও করা হয়। স্থানীয় বিধায়ক লাভলি মৈত্র সব জেনেও নিশ্চুপ।

যদিও এই বিষয়ে পাল্টা তৃণমূল বিধায়কের দাবি, সিপিএম রাজনৈতিক হতাশা থেকে এই ধরনের মন্তব্য করছে। তবে যদি এমন কোনও ঘটনা সত্যিই ঘটে থাকে তাহলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি তিনি খোঁজ নিয়ে দেখবেন বলেও জানিয়েছেন।

প্রসঙ্গত, কলেজে (College) ছাত্র সংসদে বিয়ের আসর! ভাইরাল ছবি ঘিরে তীব্র বিতর্ক। শিক্ষা মহল এই ঘটনার সমালোচনায় সরব। ভাইরাল ছবির সত্যতা যাচাই করেনি এশিয়ানেট নিউজ বাংলা। তবে কলেজ কর্তৃপক্ষ সরাসরি এই ঘটনা অস্বীকার করছে না। এই ঘটনা ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপে (Kakdwip) সুন্দরবন মহাবিদ্যালয়ে (Sundarban Mahavidyalaya)। এই শিক্ষা প্রতিষ্ঠান দক্ষিণ ২৪ পরগনায় অন্যতম সেরা হিসেবে পরিচিত। কিন্তু সেখানেই এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ।

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের অভিযোগ, কলেজের এক অস্থায়ী কর্মী ছাত্র সংসদে বিয়ে করেছেন। সোশ্যাল মিডিয়ায় নবদম্পতিকে বিয়ের শুভেচ্ছা জানিয়ে করা পোস্ট ভাইরাল। কলেজের মধ্যে যে বিয়ের আসর বসেছিল, তা ভাইরাল ছবিতে স্পষ্ট। ছবিতে দেখা যাচ্ছে, মালাবদল হচ্ছে, নবদম্পতি মালা পরে পাশাপাশি দাঁড়িয়ে আছেন, কনের সিঁথিতে সিঁদুর।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।