- Home
- West Bengal
- West Bengal News
- বাড়ছে শীতের দাপট, আগামী পাঁচ দিন তাপমাত্রা থাকবে ২০ ডিগ্রির নীচে, রইল বিরাট আপডেট
বাড়ছে শীতের দাপট, আগামী পাঁচ দিন তাপমাত্রা থাকবে ২০ ডিগ্রির নীচে, রইল বিরাট আপডেট
শীতল পশ্চিমী হাওয়ার প্রভাবে বঙ্গে শীতের আমেজ শুরু হয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, আগামী ৫ দিন কলকাতার তাপমাত্রা ২০ ডিগ্রির নীচে থাকবে এবং উত্তরবঙ্গেও শীতের দাপট ও কুয়াশা দেখা যাবে।

সকাল থেকেই ঠান্ডা হাওয়া। এদিকে বেলা বাড়লে বাড়ছে গরম। আবার সন্ধ্যা হতেই ফেল অনুভূত হচ্ছে শীত। সারা শহর এবং বাংলার জেলা জুড়ে এই একই আবহাওয়া। শীত যে ইতিমধ্যে বঙ্গে পা রেখেছে তা বুঝতে কারও বাকি নেই। এবার এই আবহাওয়া নিয়ে বিরাট আপডেট দিল হাওয়া অফিস। জানাল কত ডিগ্রি থাকবে আবহাওয়া।
শীতল পশ্চিমী হাওয়ায় কলকাতার তাপমাত্রা ২০ ডিগ্রির নীচে থাকবে। এমনই জানাল হাওয়া অফিস। আগামী ৫ দিন তাপমাত্রা থাকবে ২০ ডিগ্রির নীচে। বাংলা জুড়ে চলবে পশ্চিমী হাওয়ার দাপট। শীতের আমেজ চলবে শনিবার পর্যন্ত।
দক্ষিণবঙ্গে শীতের আমেজ বাড়ল। স্বাভাবিকের থেকে এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস নীচে তাপমাত্রা বিভিন্ন জেলাতে। খুব সকালে ও রাতে শীতের আমেজ থাকবে বেশি। জানা গিয়েছে এমনটাই। আজ শহরে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি আর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৮ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে শীতের দাপট শুরু হয়ে গিয়েছে উত্তর বঙ্গে। সেখানে সকাল থেকে হালকা কুয়াশা ছেয়ে যাচ্ছে সর্বত্র। পার্বত্য কুয়াশার পরিমাণ বেশি থাকছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি সর্বত্র অনুভূত হচ্ছে শীতের আমেজ।
আলিপুর হাওয়া অফিস সূত্রে খবর, রৌদ্রোজ্জ্বল থাকবে পরিবেশ। আপাতত শুষ্ক থাকবে আবহাওয়া। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তেমনই পাঁচ দিন সর্বনিম্ন তাপমাত্রা খুব বেশ পরিবর্তন হবে না। তাপমাত্রা থাকবে ২০ ডিগ্রিন নীচে।

