সংক্ষিপ্ত
শাসকদলের বক্তব্য বাম আমল থেকে কায়দা করে সমবায় সমিতিগুলি দখল করেছে রেখেছে সিপিআইএম। এই নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ১,৭৩৪ জন।
বঙ্গে দ্বিতীয়বারের মতো বড় সাফল্য পেল বামফ্রন্ট। চারমাসের মধ্যেই নদিয়া জেলায় সমবায় সমিতির নির্বাচনে বড় জয় পেল সিপিআইএম। নদিয়ার তেহট্টের বামেদের জয় ঘিরে শোরগোল পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে। রবিবার পলাশিপাড়ার ধোপট্ট সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনের ফল ঘোষণা পর জানা যায় ৪৯টি আসনে। তৃণমূল সমর্থিত প্রার্থীরা পায় ২০টি আসন। তৃণমূলের দুর্নীতি ও অপশাসনের বিরুদ্ধে এই রায় মানুষের রায় বলেই দাবি করছেন বামেরা। অন্যদিকে শাসকদলের বক্তব্য বাম আমল থেকে কায়দা করে সমবায় সমিতিগুলি দখল করেছে রেখেছে সিপিআইএম। এই নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ১,৭৩৪ জন।
তৃণমূলের পক্ষে আরও দাবি করা হয় বিজেপি ও সিপিআইএম জোঁট বেঁধেই এই নির্বাচন লড়েছে। যদিও বিজেপির পক্ষ থেকে একটিও আসনে পার্থী দেওয়া হয়নি। অন্যদিকে এই সমবায় সমিতির নির্বাচনে দ্বিমুখী লড়াই ছিল সিপিআইএল ও তৃণমূল। তৃণমূলের ব্লক সমবায় সভাপতি বিশ্বরূপ রায় এই প্রসঙ্গে বলেন,'বিজেপি ও সিপিআইএম জুটি বেঁধে লড়েছে। এই ফল পঞ্চায়েত নির্বাচনে প্রভাব ফেলবে না।' অন্যদিকে এইসব অভিযোগে আমোল দিতে নারাজ সিপিআই। দলের এরিয়া কমিটির সম্পাদক সুবোধ বিশ্বাস জানিয়েছেন,'এই জয় সাধারণ মানুষের জয়। দুর্নীতি ও অপশাসনের বিরুদ্ধে মানুষের মতামত।'
আরও পড়ুন-
‘ভীষণ মিস করছি’, দিল্লিতে চোখের জলে আকুল সুকন্যা মণ্ডল, ইডির প্রশ্নের মুখে জেরবার কেষ্ট-কন্যা