- Home
- West Bengal
- West Bengal News
- Weather News: শীতের পথে কাঁটা হবে ঘূর্ণিঝড় মিচাউং? জেনে নিন আবহাওয়া দফতরের রিপোর্ট
Weather News: শীতের পথে কাঁটা হবে ঘূর্ণিঝড় মিচাউং? জেনে নিন আবহাওয়া দফতরের রিপোর্ট
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, বঙ্গোপসাগরের ওপর একটি প্রচণ্ড শক্তিশালী নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। আকাশে মেঘ জমলে বাধা পেতে পারে উত্তুরে হাওয়া।

বঙ্গের ইতিমধ্যেই হু হু করে ঢুকে পড়ছে উত্তুরে হাওয়া। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা নেমে গেছে প্রায় ১৯ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।
জেলায় জেলায় তাপমাত্রার নিম্নগতি আরও বেশি। উত্তর-দক্ষিণের অনেক জেলাতেই তাপমাত্রা প্রায় ১৫ ডিগ্রির কাছাকাছি পৌঁছে গিয়েছে।
এরই মধ্যে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া দফতর। এই ঘূর্ণাবর্তের নাম মিগচাউং।
২৬ নভেম্বর দক্ষিণ আন্দামান সাগর সংলগ্ন এলাকায় এই ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা । এর প্রভাবে আন্দামান অঞ্চলে ২৭ নভেম্বর একটি নিম্নচাপ তৈরি হতে পারে।
ঘূর্ণাবর্ত ধীরে ধীরে নিম্নচাপে পরিণত হলে আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে দক্ষিণবঙ্গে। যার প্রভাবে প্রবল বৃষ্টিপাত হতে পারে গাঙ্গেয় বঙ্গের জেলাগুলিতে।
ঘূর্ণাবর্ত সৃষ্টি হলে কলকাতা সহ দক্ষিণের অন্যান্য জেলাগুলিতে বাধা পেতে পারে উত্তুরে হাওয়ার প্রবেশ, ফলে বঙ্গে শীত আসতে সামান্য বিঘ্ন ঘটার সম্ভাবনা রয়েছে।
তবে, উত্তরবঙ্গে আপাতত বৃষ্টি হওয়ার কোনও সম্ভাবনা নেই। দার্জিলিং সহ অন্যান্য জেলাগুলিতে আকাশ পরিষ্কারই থাকবে।
উত্তর ও দক্ষিণ, উভয় বঙ্গেই তাপমাত্রা আপাতত একই রকম চলবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।