- Home
- West Bengal
- West Bengal News
- Cyclone Michaung: দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে শক্তিশালী নিম্নচাপ, কতটা প্রভাব পড়বে কলকাতা-সহ পার্শ্ববর্তী জেলাগুলিতে?
Cyclone Michaung: দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে শক্তিশালী নিম্নচাপ, কতটা প্রভাব পড়বে কলকাতা-সহ পার্শ্ববর্তী জেলাগুলিতে?
- FB
- TW
- Linkdin
শক্তি বাড়িয়ে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের ওপর গভীর নিম্নচাপে পরিণত হয়েছে দক্ষিণ আন্দামান সাগরের ওপরে সৃষ্ট নিম্নচাপ।
ভারতীয় আবহাওয়া দফতর জানিয়েছে, পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে তীব্র আকার ধারণ করে উপকূলবর্তী এলাকার ওপর আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় মিগজাউম (Cyclone Michaung)।
এর প্রভাবে দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর এবং আন্দামান সাগরে উত্তাল হয়ে উঠতে পারে সমুদ্রের ঢেউ। গাঙ্গেয় উপকূলের জেলাগুলিতে প্রবল বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া।
ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাবে ১ এবং ২ ডিসেম্বর দক্ষিণের জেলাগুলিতে প্রবল ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ৩০ নভেম্বরও সারাদিন জুড়ে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা।
উত্তরবঙ্গেও দার্জিলিং ও কালিম্পং সহ পার্বত্য জেলাগুলিতে আজ আকাশ মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। দার্জিলিং-এর সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। সর্বোচ্চ ১৬ ডিগ্রি সেলসিয়াস।
আগামি ৫ দিন উত্তরবঙ্গে তাপমাত্রার বড়সড় পরিবর্তনের কোনও পূর্বাভাস নেই।