সংক্ষিপ্ত
ষষ্ঠ দফা ভোট আগামী ২৫ মে। হাওয়া অফিসের পূর্বাভাস চলতি মাসের শেষের দিকেই রাজ্যে আছড়ে পড়তে পারে রেমাল। ২২ মে-তেই আছড়ে পড়তে পারে রেমাল।
পঞ্চমদফা ভোটের দিনেই বিক্ষিপ্ত বৃষ্টি হচ্ছে গোটা রাজ্যে। তবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে। বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি হলেও তেমন সমস্যা হয়নি ভোটারদের। কিন্তু ষষ্ঠ দফা ভোট পণ্ড করতে পারে ঘূর্ণিঝড় রেমাল। মে মাসের শেষের দিকেই এই ঘূর্ণিঝড় পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকায় আছড়ে পড়তে পারে। আন্তর্জাতিক একাধিক সংস্থার পূর্বাভাস চলতি মাসের শেষর দিকেও ঘূর্ণিঝড়ে লন্ডভন্ড হতে পারে রাজ্যের দক্ষিণবঙ্গের একাধিক এলাকা।
ষষ্ঠ দফা ভোট আগামী ২৫ মে। হাওয়া অফিসের পূর্বাভাস চলতি মাসের শেষের দিকেই রাজ্যে আছড়ে পড়তে পারে রেমাল। যদি তাই হয় তাহলে উপকূলবর্তী এলাকার অনেক ভোটগ্রহণ কেন্দ্রে খোলা হতে পারে ত্রাণকেন্দ্র। কারণ এখনও পর্যন্ত এই দেশে ভোট গ্রহণ কেন্দ্র ও ত্রাণ শিবির খোলা হয় স্থানীয় স্কুল বা লাইব্রেরিতেও। যাইহোক পরিবর্তিত পরিস্থিতিতে সরকার কী সিদ্ধান্ত নেয় তা এখন দেখার।
'অর্জুন সিং আমার নাম বনি... কিছু করতে পারবি না!' ভোটের দিনে উত্তপ্ত ব্যারাকপুরের ভিডিও দেখুন
পূর্বাভাস অনুযায়ী ২২ মে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে। যা শক্তি বাড়িয়ে ২৩ মে রাতে ঘূর্ণিঝড় রেমালে পরিণত হতে পারে। প্রাথমিকভাবে ঘূর্ণিঝড়টি ততটা শক্তিশালী হবে না বলেও মনে করছে আবহাওয়াবীদরা। এখনও পর্যন্ত যা অনুমান তাতে ঘূর্ণিঝড় রেমালের কেন্দ্রে হাওয়ার গতিবেগ ঘণ্টায় ১৪০ কিলোমিটার। এখনও পর্যন্ত যা পূর্বাভাস তাতে এটি ওড়িশা আর অন্ধ্রপ্রদেশ সীমানা দিয়ে যেতে পারে। সেখানেই এটি স্থলভাগে প্রবেশ করবে। তাই এই রাজ্যে হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে।
ভোটদানে বাধা দিতে হাওড়ার আবাসনে তালা ঝুলিয়ে বোমাবাজি দুষ্কৃতীদের, তারপরেই এল কেন্দ্রীয় বাহিনী
২৫ মে ভোট গ্রহণ হয়েছে পশ্চিমাঞ্চল ও উপকূলবর্তী এলাকার একাধিক অঞ্চলে। ১০০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টির পূর্বাভাস রয়েছে দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া, কলকাতা, দুই ২৪ পরগনায়। রেমালের কারণে যদি অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হয় তাহলে কাজে নামাতে হতে পারে বিপর্যয় মোকাবিলা বাহিনীও। সেক্ষেত্রে ষষ্ঠদফা ভোট যদি নির্বাচন কমিশন স্থগিত করে দেয় তাহলে আশ্চার্য হওয়ারও কিছু নেই।
মহিলাকে জোর করে চুমু খাওয়ার অভিযোগ, ভোটের আগের রাতে তৃণমূলের কাঠগড়ায় তুলল কেন্দ্রীয় বাহিনীকে