- Home
- West Bengal
- West Bengal News
- DA মামলার রায় এই ডিসেম্বরেই? নাকি অপেক্ষা জানুয়ারি পর্যন্ত, সুপ্রিম কোর্টের রায় নিয়ে বড় আপডেট
DA মামলার রায় এই ডিসেম্বরেই? নাকি অপেক্ষা জানুয়ারি পর্যন্ত, সুপ্রিম কোর্টের রায় নিয়ে বড় আপডেট
সম্প্রতি ডিএ মামলার রায় নিয়ে বিরাট আপডেট দিয়েছে রাজ্য সরকারি কর্মীদের একাংশ। ইউনিটি ফোরামের পক্ষ থেকে বড় বার্তা দেওয়া হয়েছে। ইউনিটি ফোরামের বিশিষ্ট সদস্য দেবপ্রসাদ হালদার ডিএ জানিয়েছেন ডিসেম্বর মাসেই ঘোষণা করা হতে পারে ডিএ মামলার রায়।

রাজ্য সরকারি কর্মীদের DA মামলা
সুপ্রিম কোর্ট কবে রাজ্য় সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বা DA মামলার রায় ঘোষণা করবে তা নিয়ে জল্পনা অন্তঃ নেই। কারণ ডিসেম্বর মাস পড়ে গিয়েছে। এখনও সুপ্রিম কোর্টের তরফ থেকে ডিএ মামলার রায় নিয়ে কোনও ঘোষণা করা হয়নি। রাজ্য সরকারি কর্মীদের একাংশের মধ্যে যেমন হতাশা বাড়ছে তেমনই একাংশ আশাবাদী এই মাসেই হতে পারে ডিএ মামলার রায় ঘোষণা।
ডিএ মামলার রায় নিয়ে আপডেট
সম্প্রতি ডিএ মামলার রায় নিয়ে বিরাট আপডেট দিয়েছে রাজ্য সরকারি কর্মীদের একাংশ। ইউনিটি ফোরামের পক্ষ থেকে বড় বার্তা দেওয়া হয়েছে। ইউনিটি ফোরামের বিশিষ্ট সদস্য দেবপ্রসাদ হালদার ডিএ জানিয়েছেন ডিসেম্বর মাসেই ঘোষণা করা হতে পারে ডিএ মামলার রায়। তিনি দিন সম্পর্কেও আপডেট দিয়েছেন।
ডিসেম্বরে রায় ঘোষণা
দেবপ্রসাদ হালদার জানিয়েছে ডিএ মামলার রায় ঘোষণা নিয়ে প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে। মনে করা হচ্ছে খুব দ্রুত মামলার রায় ঘোষণা করা হতে পারে। তিনি জানিয়েছেন সম্ভবত ১৯ ডিসেম্বরই এই মামলার রায় ঘোষণা করা হতে পারে। তবে এখনও পর্যন্ত কিছুই জানায়নি সুপ্রিম কোর্ট।
সূত্রের খবর
সূত্রের খবর, ১৯শে ডিসেম্বর ২০২৫-এর মধ্যে ডিএ মামলার রায় বেরোনোর প্রবল সম্ভাবনা রয়েছে। তা যদি না হয় তাহলে দ্বিতীয় সম্ভাবনা রয়েছে জানুয়ারি ২০২৬-এর প্রথম সপ্তাহে। সুপ্রিম কোর্ট সূত্রে আরও জানা গিয়েছে, যেহেতু এই মামলার সঙ্গে যুক্ত রয়েছে লক্ষ লক্ষ কর্মচারীর ভাগ্য তাই সুপ্রিম কোর্ট গোটা বিষয়টি খতিয়ে দেখেছে। তাই মামলার রায় ঘোষণায় দেরি হচ্ছে।
ডিএ মামলার শুনানি
সুপ্রিম কোর্টে গত ৭ সেপ্টেম্বর শেষ হয়েছে ডিএ মামলার শুনানি। তারপরই রায় সংরক্ষণ করা হয়েছে। কিন্তু রাজ্য সরকারের পাশাপাশি রাজ্য সরকারি কর্মীদেরও মামলা নিয়ে লিখিত রিপোর্ট দিতে বলা হয়েছে। তাও দুয়েছে মামলায় যুক্ত সবপক্ষ। এখন শুধু বিচারপতি সঞ্জয় কারোল ও বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের স্পেশাল বেঞ্চের রায় ঘোষণা করার অপেক্ষায় রয়েছেন রাজ্য সরকারি কর্মীরা।

