- Home
- West Bengal
- West Bengal News
- কেন্দ্র-রাজ্যের DA-র ফারাক আকাশ পাতাল, রাজ্য সরকারি কর্মীদের শেষ ভরসা সুপ্রিম কোর্ট
কেন্দ্র-রাজ্যের DA-র ফারাক আকাশ পাতাল, রাজ্য সরকারি কর্মীদের শেষ ভরসা সুপ্রিম কোর্ট
DA Hike: কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য ৩% ডিএ ঘোষণা করেছে। অক্টোবর মাসে। সপ্তম বেতন কমিশনের সুপারিশ মেনেই এক দফা মহার্ঘ ভাতা ঘোষণা করেছে। যা কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ অনেকটাই বাড়িয়ে দিল।

কেন্দ্রীয় সরকারের ডিএ বৃদ্ধি
কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য ৩% ডিএ ঘোষণা করেছে। অক্টোবর মাসে। সপ্তম বেতন কমিশনের সুপারিশ মেনেই এক দফা মহার্ঘ ভাতা ঘোষণা করেছে। যা কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ অনেকটাই বাড়িয়ে দিল। আর রাজ্য সরকারি কর্মীদের সঙ্গে কেন্দ্রের ডিএ বা মহার্ঘ ভাতার ফারাক অনেকটাই বেড়ে গেল।
কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা
এতদিন কেন্দ্রীয় সরকারি কর্মীরা ৫৫% হারে মহার্ঘ ভাতা পেতেন। অক্টোবর মাসে কেন্দ্রীয় সরকার ৩% মহার্ঘ ভাতা বৃদ্ধি করেছে। যার কারণে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মোট মহার্ঘ ভাতা হবে ৫৮%। যা কেন্দ্রীয় সরকারি কর্মী ও অবসরপ্রাপ্তদের আর্থিক সুবিধে অনেকটাই বাড়িয়ে দেবে।
অষ্টম বেতন কমিশন
কেন্দ্রীয় সরকার অষ্টম বেতন কমিশন গঠন করেছে। সেই কমিশনের সুপারিশ লাগু হলে বেতন ও ভাতা অনেকটাই পরিবর্তন হবে। তাতে বেতন আর ভাতা বাড়বে বলেও আশা করছেন সরকারি কর্মীদের একাংশ। অনেকেই বলছেন আগামী বছর জানুয়ারি থেকেই লাগু হবে অষ্টম বেতন কমিশন। অনেকে আবার বলছেন আরও দেরি হবে। যাইহোক কেন্দ্রীয় সরকার অষ্টম বেতন কমিশন গঠন করছে। সেখানে অনেকটাই পিছিয়ে রয়েছে রাজ্য সরকার।
রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা
রাজ্য সরকারি কর্মীরা বর্তমানে ১৮% হারে ডিএ পান। যার কারণে কেন্দ্রের সঙ্গে তাদের ফারাক ৪০% গিয়ে পৌঁছেছে। অন্য দিকে রাজ্য সরকার এখনও ষষ্ঠ বেতন কমিশনের অধীনে রয়েছে। সপ্তম বেতন কমিশনের সুপারিশ মেনে নেয়নি।
ডিএর ফারাক আর প্রভাব
কেন্দ্র ও রাজ্যের মধ্যে বর্তমানে ডিএর ফারাক ৪০%। যা কর্মীদের আর্থিক অবস্থার পাশাপাশি মানসিক অবস্থার ওপর প্রভাব ফেলছে। কেন্দ্রের সঙ্গে সমহারে ডিএর দাবি রাজ্য সরকারি কর্মীদের দীর্ঘ দিনের। আর সেই কারণে আইনি লড়াইয়ের পাশাপাশি আন্দোলনও করছে। সুপ্রিম কোর্টে রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলা চলছে। শুনানি শেষ। রায় সংরক্ষণ করা হয়েছে। রাজ্য সরকারি কর্মীদের এখন ডিএ নিয়ে শেষ ভরসা সুপ্রিম কোর্টের রায়।

