সংক্ষিপ্ত
রাজ্য সরকারি কর্মীদের জন্য দুর্দান্ত খবর।
নতুন বছরে তাদের মহার্ঘ ভাতা তথা ডিএ বৃদ্ধির সম্ভাবনা নিয়ে ইতিমধ্যেই উত্তেজনা তুঙ্গে। সেইসঙ্গে, সুপ্রিম কোর্টে পঞ্চম বেতন কমিশনের বকেয়া সংক্রান্ত মামলার শুনানি থেকেও একটি বড় আপডেট আসতে পারে বলে মনে করছেন অনেকে।
প্রসঙ্গত, গত ২০২৪ সালের শুরুতেই রাজ্য সরকার চার শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধি করেছিল। আর সেই বাড়তি ভাতা কর্মীরা গত ২০২৪ সালের জানুয়ারি মাস থেকে টানা পেয়ে আসছেন। এরপর এপ্রিল মাসে আরও ৪ শতাংশ ডিএ বৃদ্ধি করা হয়েছিল। ফলে, বৃদ্ধি পেয়ে এখন কর্মীদের মোট ডিএ-র পরিমাণ হয়েছে ৮ শতাংশ।
তবে শোনা যাচ্ছে যে, আগামী ২০২৫ সালের জানুয়ারি মাস থেকে আরও ৬ শতাংশ ডিএ বাড়তে পারে রাজ্য সরকারি কর্মীদের। যার দরুণ, সর্বমোট ডিএ বৃদ্ধির হার ১৪ শতাংশে পৌঁছে যেতে পারে।
উল্লেখ্য, আগামী ২০২৫ সালের ৭ই জানুয়ারি সুপ্রিম কোর্টে রাজ্য সরকারি কর্মীদের বকেয়া সংক্রান্ত মামলার একটি শুনানি এমনিতেই রয়েছে। সেই মামলাটি দীর্ঘদিন ধরে চলে আসছে। যেখানে রাজ্য সরকারের তরফ থেকে ২০২২ সালে নভেম্বর মাসে ডিএ বৃদ্ধি নিয়ে একটি বিশেষ আবেদন করা হয়।
সেই মামলার শুনানি যদি রাজ্য সরকারি কর্মীদের পক্ষে যায়, তাহলে ২০২৫ সালের শুরুতেই তারা পঞ্চম বেতন কমিশনের অধীনে থাকা বকেয়া ডিএ পেয়ে যাবেন। যেটি রাজ্যের হাজার হাজার সরকারি কর্মচারীদের জন্য বড় সুখবর হতে চলেছে।
কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ীজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় জানিয়েছেন, এটি মহার্ঘ ভাতা মামলার ১৪ তম শুনানি হতে চলেছে। তিনি আশাবাদী যে, এই মামলার রায় রাজ্যের সরকারি কর্মীদের জন্য ইতিবাচক প্রভাব ফেলতে পারে। ফলে, তাদের অনেকটাই আর্থিক সুরাহা মিলবে।
২০২৫ সালের শুরুতে ডিএ বৃদ্ধির পাশাপাশি বকেয়া ভাতা পেয়ে গেলে রাজ্য সরকারি কর্মীদের জন্য এটি একটি দুর্দান্ত একটি বছর হতে পারে। আগামী ৭ জানুয়ারি, যদি এই মামলার শুনানিতে ইতিবাচক রায় আসে এবং ডিএ বৃদ্ধি কার্যকর হয়, সেক্ষেত্রে ২০২৫ সাল থেকেই তাদের মাইনে বাড়বে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।