দিল্লিতে বাঙালিরা পদ্মফুলে ভোট দিয়েছেন। বাংলায় আগামী বছর একই ছবি দেখা যাবে, আশায় বিজেপি। সুকান্ত মজুমদাররা এখন থেকেই সেই প্রচার শুরু করে দিয়েছেন।
'দিল্লিবাসীর উচ্ছ্বাস আজ তুঙ্গে, গেরুয়া ঝড় উঠবে এবার বঙ্গে।' 'রাজধানীতে ফুটলো পদ্মফুল, বঙ্গবাসী হচ্ছে তৈরি, আর নয় তোলামুল!' ‘দিল্লিতে বিদায় হল আপ, এবার যাবে পশ্চিমবঙ্গের পাপ।’ শনিবার দিল্লি বিধানসভার ফল প্রকাশের পর থেকেই সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে এই প্রচার শুরু করে দিয়েছে বঙ্গ বিজেপি। দলের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলের পাশাপাশি ব্যক্তিগত সোশ্যাল মিডিয়া হ্যান্ডলেও একই প্রচার চালাচ্ছেন বিজেপি নেতা-নেত্রীরা। সবারই আশা, দিল্লিতে যেভাবে ২৭ বছর পর ক্ষমতায় ফিরেছে বিজেপি, তারপর পশ্চিমবঙ্গেও প্রথমবার ক্ষমতায় আসবে দল। শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, লকেট চট্টোপাধ্যায়রা দিল্লিতে বিধানসভা নির্বাচনের প্রচারে গিয়েছিলেন। দিল্লির বাঙালি ভোটাররা এবার বিজেপি-কেই ভোট দিয়েছেন। সুকান্ত-শুভেন্দুদের আশা, পশ্চিমবঙ্গের বাঙালিরাও আগামী বছরের বিধানসভা নির্বাচনে বিজেপি-র পক্ষে থাকবেন।
'গেরুয়াময় রাজধানী, এবার লক্ষ্য বাংলা!'
শনিবার থেকেই বঙ্গ বিজেপি-র সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে দিল্লি বিধানসভা নির্বাচনে জয়ের উচ্ছ্বাসে একের পর এক ছবি এবং স্লোগান দেখা যাচ্ছে। এমনই এক স্লোগান হল, 'গেরুয়াময় রাজধানী, এবার লক্ষ্য বাংলা!' শুভেন্দু বলেছেন, 'বাংলার বুকে মা সরস্বতীর অপমানের প্রতিশোধ নিয়েছে দিল্লির বাঙালিরা।' সুকান্ত এখন দিল্লিতে। তাঁর নতুন বাসভবনে গৃহপ্রবেশ হয়েছে। শনিবার দলীয় দফতরে নেতা-কর্মীদের সঙ্গে উৎসবে মেতে ওঠেন বঙ্গ বিজেপি সভাপতি। তিনিও আশাবাদী, দিল্লির প্রভাব বাংলায় পড়বে।
'বাংলার দল' হয়ে উঠতে পারবে বিজেপি?
দিল্লির পাশাপাশি মহারাষ্ট্র, ছত্তীশগড়েও অনেক বাঙালির বাস। এই তিন রাজ্যেই এখন ক্ষমতায় বিজেপি। ছত্তীশগড়, মহারাষ্ট্রে বাঙালিদের ভোটের বড় অংশ পেয়েছে বিজেপি। এবার দিল্লিতেও বাঙালিদের ভোট বিজেপি-কে ক্ষমতায় ফিরতে সাহায্য করল। গ্রেটার কৈলাস, ত্রিলোকপুরী, পটপরগঞ্জ, লক্ষ্মীনগর, পালাম কেন্দ্রে জয় পেয়েছে বিজেপি। সুকান্ত, শুভেন্দু, লকেট, অগ্নিমিত্রা পাল, সৌমিত্র খাঁ, সৌমেন্দু অধিকারী, শমীক ভট্টাচার্যদের প্রচার কাজে লেগেছে। গেরুয়া শিবিরের আশা, অন্য রাজ্যে থাকা বাঙালিরা যেভাবে বিজেপি-র পাশে থাকছেন, সেভাবেই পশ্চিমবঙ্গের বাঙালিরাও আগামী বছর বিজেপি-কে ভোট দেবেন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
'কংগ্রেসকে হারাতে পেরেছে, আপ-কে জেতাতে পারেনি,' ইন্ডিয়া জোটকে কটাক্ষ মোদীর
'মিথ্যা-লুটপাটের রাজনীতি থামার স্পষ্ট ইঙ্গিত,' দিল্লি-মিল্কিপুরের ফল নিয়ে দাবি যোগীর

