- Home
- West Bengal
- West Bengal News
- WB Weather Update: আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা! দক্ষিণবঙ্গের সব জেলাতেই শুরু হবে দুর্যোগ, বর্ষা প্রবেশ হ্রাস পেল তাপমাত্রা
WB Weather Update: আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা! দক্ষিণবঙ্গের সব জেলাতেই শুরু হবে দুর্যোগ, বর্ষা প্রবেশ হ্রাস পেল তাপমাত্রা
দক্ষিণবঙ্গের নদীয়া, ২৪ পরগনা এবং বর্ধমান জেলায় মৌসুমি বায়ু প্রবেশ করেছে। আগামী কয়েকদিনের মধ্যে সমগ্র দক্ষিণবঙ্গ বৃষ্টিতে ভাসবে। কলকাতার তাপমাত্রা কমে ২৯ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে।

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী দক্ষিণবঙ্গের তিন জেলায় ইতিমধ্যেই পা রেখেছে মৌসুমি বায়ু। জেলাগুলি হল- নদিয়া, ২৪ পরগনা আর বর্ধমান।
অস্বস্তির দিন শেষ, দক্ষিণবঙ্গে ঢুকল বর্ষা। আর কয়েক দিনের মধ্যেই দক্ষিণবঙ্গের সব জেলাই ভাসবে বৃষ্টিতে।
আজ কলকাতার তাপমাত্রা এক ধাক্কায় কমে গিয়ে সর্বোচ্চ তাপমাত্রা ছিল২৯ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন ২৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে।
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আজ থেকে বুধের মধ্যে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বর্ষা ঢুকে যাবে। অর্থাৎ বুধবার সব জেলাতেই বর্ষা শুরু হবে।
আজ থেকেই দক্ষিণবঙ্গের সবজেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আজ থেকেই কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।কলকাতায় প্রত্যেক দিনই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
কলকাতার সঙ্গে গায়েঙ্গ উপত্যকার প্রায় সব জেলাতেই বৃষ্টি হবে। অন্যদিকে পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় মাঝারি বৃষ্টিপাত হবে।
বুধবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টি হবে। তবে এই দিন উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
১৯ জুন দক্ষিণবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে। উত্তরবঙ্গের দুই দিনাজপুরে খুব বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

