সংক্ষিপ্ত
এদিন তিনি বেপোরোয়া বাইকের দাপাদাপি বন্ধ করতে দিলেন বার্তা।এই কাজ করলে লাইসেন্স বাতিল করা হবে। সাধারণ মানুষদের অভিযোগ জানানোর জন্য একটি হোয়াটসঅ্যাপ নম্বরের কথা জানানো হয়। রাস্তায় এধরনের কোন বেয়াদপি দেখলেই ছবি তুলে সেই নম্বরে পাঠালেন কাজ হয়ে যাবে।
বেপরোয়া ভাবে যারা মোটরসাইকেল চালাবে তাদের মেরে হাত-পা ভেঙে দিতে হবে পুলিশ সুপারকে নির্দেশ জেলাশাসকের। পথদুর্ঘটনা নিয়ে তিনি উদ্বেগ প্রকাশ করলেন। পথ নিরাপত্তা সপ্তাহ পালনের অনুষ্ঠানে এসে জেলাশাসকের এই নির্দেশে বিতর্ক সৃষ্টি হয়েছে।
গত এক সপ্তাহ ধরে পূর্ব মেদিনীপুর জেলায় পথ নিরাপত্তা সপ্তাহ পালন চলছে। শুক্রবার বিকালে পথ নিরাপত্তা সপ্তাহ পালনের শেষ দিনে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ লাইনে এসে জেলাশাসক পূর্ণেন্দু কুমার মাজি বেপোরোয়া গাড়ি চালানো নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, পূর্ব মেদিনীপুর জেলায় গত বছরের তুলনায় এ বছর পথ দুর্ঘটনায় মৃত্যুর হার কমলেও মোটরসাইকেল চালকদের বেপরোয়া ভাবে মোটরসাইকেল চালানোর প্রবণতা বেড়েছে । তিনি এই প্রবণতার নিন্দা করলেন কড়া ভাষায় । বললেন, এই দৌরাত্ম থামাতে কড়া অনুশাসন দরকার।বেশ কিছু যুবক মাথায় হেলমেট না পরে মোটরসাইকেল নিয়ে স্টানবাজি করে । কিছু বাইক চালকের উদ্ধত্তের বিষয় উল্লেখ করে জেলা পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্যকে জেলাশাসক বলেন, ওইসব মোটর সাইকেল চালকদের মেরে হাত-পা ভেঙে দিতে হবে। দরকার হলে প্রয়োজনে তাদের লাইসেন্স বাতিল করা হবে। সিজ করা হবে সেই মোটরসাইকেল ।
এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে জেলাশাসক বলেন, এখানে ক্যাম্প করে নতুন লাইসেন্স প্রাপকদের আবেদনপত্র জমা নেওয়া হচ্ছে। সারা বছর ধরে পূর্ব মেদিনীপুর জেলায় ৪ টি মহকুমায় চার চাকা এবং মোটরসাইকেলের নুতন লাইসেন্স করার আবেদন জমা নেওয়া হবে। এদিন তিনি বেপোরোয়া বাইকের দাপাদাপি বন্ধ করতে দিলেন বার্তা । তিনি কড়া পদক্ষেপ করার কথা জানিয়ে বললেন, এই ধরনের কাজ করলে লাইসেন্স বাতিল করা হবে। সাধারণ মানুষদের অভিযোগ জানানোর জন্য একটি হোয়াটসঅ্যাপ নম্বরের কথা জানানো হয়। রাস্তায় এধরনের কোন বেয়াদপি দেখলেই ছবি তুলে সেই নম্বরে পাঠালেন কাজ হয়ে যাবে। গাড়িটিকে খুঁজে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ করা হবে বলেও এদিন আশ্বাস দিলেন জেলাশাসক। কিন্তু বেপরোয়া মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে এই ধরনের নিদান দেওয়ায় সমালোচনার ঝড় উঠেছে ।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।