সংক্ষিপ্ত

সবচেয়ে সংবেদনশীল জেলা হিসেবে দেখা হচ্ছে মুর্শিদাবাদকে। এখানেই সবথেকে বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করছে রাজ্য নির্বাচন কমিশন।

মঙ্গলবার সন্ধ্যায় পঞ্চায়েত ভোটের নিরাপত্তা নিয়ে জোরদার বৈঠক করেছে রাজ্য নির্বাচন কমিশন, তারপরেই চূড়ান্ত করা হয়েছে যে, কোন জেলায় কত সংখ্যক বাহিনী মোতায়ন করা হবে। কলকাতা হাইকোর্ট প্রত্যেকটি বুথে ৫০ শতাংশ রাজ্য পুলিশ ও ৫০ শতাংশ কেন্দ্রীয় বাহিনী রাখার পরামর্শ দিয়েছে।

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে যে, পঞ্চায়েত নির্বাচনের জন্য অতি শীঘ্রই বাকি থাকা ৪৮৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাঠানো হবে। সেই ৪৮৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী কোন কোন জেলায়, কীভাবে মোতায়েন করা হবে, সেই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। সূত্রের খবর, সবথেকে বেশি বাহিনী মোতায়েন করা হচ্ছে মুর্শিদাবাদ জেলাতে। রাজ্য নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে যে, এই তৃতীয় দফার বাহিনীর মধ্যে একটি কোম্পানিও কালিম্পং জেলায় মোতায়েন করা হচ্ছে না। বাকি সব জেলাতেই হিসেবমতো বিভাজন করে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করছে নির্বাচন কমিশন।

৪৮৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর মধ্যে ৪৫ কোম্পানি বাহিনী মোতায়েন করা হচ্ছে শুধুমাত্র মুর্শিদাবাদ জেলাতেই। এছাড়া, হাওড়া জেলায় ৩৭ কোম্পানি ও পূর্ব মেদিনীপুর জেলায় ৩৭ কোম্পানি করে বাহিনী মোতায়েন করা হচ্ছে। রাজ্য নির্বাচন কমিশন সূত্রে খবর, আলিপুরদুয়ার জেলায় ১০ কোম্পানি, বাঁকুড়া জেলায় ১১ কোম্পানি, বীরভূম জেলায় ২০ কোম্পানি, কোচবিহার জেলায় ২৮ কোম্পানি, দক্ষিণ দিনাজপুর জেলায় ১০ কোম্পানি, দার্জিলিং জেলায় ৪ কোম্পানি ও হুগলি জেলায় ২৮ কোম্পানি করে বাহিনী পাঠানো হচ্ছে।

অন্যদিকে, জলপাইগুড়ি জেলায় ১০ কোম্পানি, ঝাড়গ্রাম জেলায় ৫ কোম্পানি, মালদহ জেলায় ৩০ কোম্পানি, নদিয়া জেলায় ৩১ কোম্পানি, উত্তর ২৪ পরগনা জেলায় ৩৫ কোম্পানি, পশ্চিম বর্ধমান জেলায় ১০ কোম্পানি, পশ্চিম মেদিনীপুর জেলায় ২০ কোম্পানি, পূর্ব বর্ধমান জেলায় ৩৩ কোম্পানি, পুরুলিয়া জেলায় ২৬ কোম্পানি , দক্ষিণ ২৪ পরগনা জেলায় ৩০ কোম্পানি এবং উত্তর দিনাজপুর জেলায় ২৫ কোম্পানি করে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে বলে জানা গেছে।

আরও পড়ুন-

Weather News: দক্ষিণবঙ্গে তাপমাত্রা কমার পূর্বাভাস, আশার বার্তা দিল আলিপুর আবহাওয়া দফতর

Sovan Baisakhi Marriage: শোভন বৈশাখীর বিয়ে? মিডিয়া রিপোর্ট ঘিরে তোলপাড় কাণ্ড

Benefits of Garlic For Sex: এক কোয়া রসুনেই মিলবে চরম যৌন সুখ, জেনে নিন গোপন টোটকা