- Home
- West Bengal
- West Bengal News
- Duare Sarkar: প্রথম দিনেই এ কী হল দুয়ারে সরকার ক্যাম্পে? জানলে চমকে যাবেন আপনিও
Duare Sarkar: প্রথম দিনেই এ কী হল দুয়ারে সরকার ক্যাম্পে? জানলে চমকে যাবেন আপনিও
- FB
- TW
- Linkdin
২০২৫ সালের প্রথম ‘দুয়ারে সরকার’ (Duare Sarkar 2025) শিবিরে অংশ নিলেন প্রায় সাড়ে ৫ লক্ষ উপভোক্তা
শুক্রবার থেকে মোট ৩৭টি সরকারি প্রকল্প নিয়ে রাজ্যে নবমবারের জন্য শুরু হয়েছে ‘দুয়ারে সরকার’।
নবান্ন সূত্রে জানা গেছে, এদিন রাজ্যজুড়ে ১৩ হাজার ৯২২টি শিবিরের আয়োজন করা হয়েছিল
এই শিবিরগুলিতে (Duare Sarkar Camp) অংশ নেন মোট ৫ লক্ষ ৪৬ হাজার ৫৯৬ জন মানুষ।
তবে কোন প্রকল্পে কত আবেদন জমা পড়েছে, তা এখনও জানা যায়নি।
লক্ষ্মীর ভাণ্ডার, খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী, রূপশ্রী, আধার কার্ড সংক্রান্ত কাজ, ভবিষ্যৎ ক্রেডিট কার্ড, বিদ্যুতের বিল সংক্রান্ত বিষয়ে বেশি সাড়া মিলেছে বলে খবর।
উল্লেখ্য, প্রত্যন্ত এলাকায় সরকারি পরিষেবা পৌঁছে দিতে গত ২০২০ সালের ডিসেম্বর মাস থেক শুরু হয় এই শিবির
এখনও পর্যন্ত ৬ লক্ষ ৮২ হাজার ৪৬৫টি দুয়ারে সরকার শিবিরের আয়োজন করা হয়েছে (Duare Sarkar Camp 2025)।
যেগুলির মাধ্যমে এখনও ১১ কোটি ৪৫ লক্ষ ৮৪ হাজার ৭১৬জন সরকারি পরিষেবা পেয়েছেন
জানা গেছে, নবম পর্বে মোট ১ লক্ষ ৬ হাজার ৩৬টি শিবিরের আয়োজন করার লক্ষ্যমাত্রা নিয়েছে সরকার।
এবারের ‘দুয়ারে সরকার’ প্রকল্পে (Duare Sarkar Camp Date) স্বাস্থ্য শিবিরকেও অন্তর্ভূক্ত করার নির্দেশ দিয়েছে নবান্ন
উপভোক্তাদের সচেতনতা বাড়াতে ‘আমার কর্মদিশা’ প্রকল্প জনপ্রিয় করারও উদ্যোগ নেওয়া হয়েছে সবকটি শিবিরে।
নবান্ন সূত্রের কী জানা যাচ্ছে?
খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী, জাতিগত শংসাপত্র, শিক্ষাশ্রী, তফসিলি বন্ধু, জয় জোহার, কন্যাশ্রী, রূপশ্রী, মানবিক, কৃষক বন্ধু, ঐক্যশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার, স্টুডেন্টস ক্রেডিট কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা ও সংযুক্তিকরণ, আধার কার্ড সংক্রান্ত যাবতীয় কাজ, কৃষি জমির মিউটেশন পরিষেবা যুক্ত কড়া হয়েছে।
শুধু তাই নয়,
বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা, প্রতিবন্ধী শংসাপত্র, মৎস্যজীবী ক্রেডিট কার্ড, কেসিসি (কৃষি), কেসিসি (প্রাণিসম্পদ উন্নয়ন), তাঁতিদের জন্য ক্রেডিট কার্ড, স্বনির্ভর গোষ্ঠীর ক্রেডিট লিঙ্ক, কৃষি পরিকাঠামো তহবিল, মৎস্যজীবীদের নাম নথিভুক্তিকরণ, জমির পাট্টার আবেদন ও বিদ্যুতের বিল সংক্রান্ত বিষয়, ভবিষ্যত ক্রেডিট কার্ডের মতো পরিষেবা পাওয়া যাচ্ছে।
এদিকে গত সেপ্টেম্বর থেকে বার্ধক্য ভাতা এবং পরিযায়ী শ্রমিকদের নাম নথিভুক্তকরণের পরিষেবাও যুক্ত হয়েছে
এই দুই পরিষেবার সুবিধাও দুয়ারে সরকারের ক্যাম্প থেকে পাওয়া যাচ্ছে।
দুয়ারে সরকার শিবির চলবে আগামী ১ ফেব্রুয়ারি পর্যন্ত
আর ২৮ ফেব্রুয়ারির মধ্যে জমা পড়া আবেদন খতিয়ে দেখে পরিষেবা পৌঁছে দেওয়া হবে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।