- Home
- West Bengal
- West Bengal News
- উইকএন্ডে ফের যাত্রী ভোগান্তি! শিয়ালদহ ডিভিশনের এই শাখায় বাতিল একগুচ্ছ ট্রেন
উইকএন্ডে ফের যাত্রী ভোগান্তি! শিয়ালদহ ডিভিশনের এই শাখায় বাতিল একগুচ্ছ ট্রেন
Local Train Cancel News: সপ্তাহান্তে ফের যাত্রী ভোগান্তি। শনিবার ও রবিবার ফের ট্রেন বাতিলের ঘোষণা করল পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশন। বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

শিয়ালদহ শাখায় ফের ট্রেন বাতিলের ঘোষণা
গত একমাসে সপ্তাহান্তে শিয়ালদহ শাখায় বাতিল হয়েছে একাধিক লোকাল ট্রেন। রক্ষণাবেক্ষণের কাজের জন্য এই ট্রেন বাতিলের সিদ্ধান্ত। এবার ফের শনিবার ও রবিবার বাতিল থাকছে শিয়ালদহের একাধিক শাখায় ট্রেন। যাত্রাপথও করে দেওয়া হচ্ছে সংক্ষিপ্ত। খবর পূর্বরেল সূত্রে।
হঠাৎ কেন ট্রেন বাতিলের সিদ্ধান্ত?
রেল সূত্রের খবর, লাইনে কিছু কাজ হবে ফলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গোটা বিষয়টি জানিয়ে পূর্ব রেলের তরফে একটি বিবৃতি জারি করা হয়েছে। তাতেই রেল বলছে, কাজ হবে দমদম জংশনে। প্রায় সাত ঘণ্টা কাজ চলবে। সে কারণেই এই ট্রেন বাতিলের সিদ্ধান্ত। ঘুরপথে চালানো হবে বেশ কিছু দূরপাল্লার ট্রেনকেও।
কোন কোন ট্রেন বাতিল থাকছে
রেল সূত্রে খবর, শনি ও রবিবার যেমন বেশকিছু ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করে দেওয়া হয়েছে তেমনই বাতিল থাকছে একাধিক রুটের ট্রেন। তার মধ্যে রয়েছে, শিয়ালদহ-ডানকুনি লোকাল, শিয়ালদহ-দত্তপুকুর লোকাল, শিয়ালদহ-বনগাঁ লোকাল, শিয়ালদহ-বারাসাত লোকাল।
ঘুরপথে চলবে দূরপাল্লার ট্রেনও
একই সঙ্গে পূর্বরেলের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে যে, শনিবার ও রবিবার শিয়ালদহ থেকে ঘুরপথে চালানো হবে একাধিক দূরপাল্লার ট্রেন। বদল হচ্ছে উত্তরবঙ্গ এক্সপ্রেস থেকে দার্জিলিং মেল। পুরী-শিয়ালদহ দুরন্ত এক্সপ্রেসের সময়সূচি।
রবিবার কোন কোন ট্রেন বাতিল থাকছে
পূর্ব রেল সূত্রে খবর, রবিবার বাতিল থাকছে- শিয়ালদহ-হাবড়া: আপ 33653/ডাউন 33654। শিয়ালদহ-দত্তপুকুর : ডাউন 33612। শিয়ালদহ-বনগাঁ আপ 33817/ডাউন 33824। শিয়ালদহ-বারাসাত : আপ 33431/ডাউন 33432। শিয়ালদহ-ডানকুনি: আপ 32211, 32213, 32215, 32217, 32219/ ডাউন 32212, 32214, 32216, 32218, 32220 ।।

