Hooghly Bridge Closed News: জনসাধারণের জন্য খোলা থাকছে দ্বিতীয় হুগলি সেতু? বিজ্ঞপ্তি দিয়ে আগের নির্দেশিকা বাতিল করল কর্তৃপক্ষ। বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…

Hooghly Bridge Closed News: দ্বিতীয় হুগলি সেতু ২৪ ঘণ্টা বন্ধ রাখার বিজ্ঞপ্তি বাতিল করল এইচআরবিসি। দ্বিতীয় হুগলি সেতু (বিদ্যাসাগর সেতু) ২৪ ঘণ্টা বন্ধ রাখার বিজ্ঞপ্তি শেষ মুহূর্তে বাতিল করা হলো। আগে জানানো হয়েছিল, সেতুর মেরামত, কেবল ও বেয়ারিং বদল এবং কোনা এক্সপ্রেসওয়ের সাঁত্রাগাছি বাস টার্মিনাস সংলগ্ন দুটি জায়গায় স্টিল পোর্টাল বিম বসানোর কাজে আগামী ১৬ অগাস্ট রাত ৯টা থেকে ১৭ অগাস্ট রাত ৯টা পর্যন্ত সেতু বন্ধ থাকবে।

তবে হাওড়া সিটি পুলিশ ও এইচআরবিসি কর্তৃপক্ষের অভ্যন্তরীণ কারণে সেই কাজ আপাতত স্থগিত রাখা হয়েছে বলে জানানো হয়েছে। ফলে পূর্ববর্তী বিজ্ঞপ্তি (নং টিপি./৩১, তারিখ ১১ আগস্ট ২০২৫) বাতিল করা হয়েছে। অর্থাৎ, নির্ধারিত সময়ে বিদ্যাসাগর সেতু স্বাভাবিকভাবেই খোলা থাকবে এবং যান চলাচলে কোনও বাধা হবে না।

অন্যদিকে, মাঝরাতে অপরিচিত যুবকদের বাইকে করে ঘোরাঘুরি করতে দেখে বচসা, বসসা থেকে হাতাহাতি, পরে ছুরির আঘাতে মৃত্যু হলো এক যুবকের। বারুইপুর: ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে। শনিবার রাত প্রায় সাড়ে বারোটা নাগাদ বারুইপুর থানার মাদারাট গ্রাম পঞ্চায়েতের টগরবেরিয়া প্রাথমিক বিদ্যালয়ের সামনেই তিন যুবকের বাইক আটকায় স্থানীয় বতিন যুবক। এত রাতে পাড়ার রাস্তায় তারা কি করছে? তা জিজ্ঞাসা করার পাশাপাশি বাইকের চাবিও খুলে নেয়। শুরু হয় বচসা। তারপরে হাতাহাতি এবং অবশেষে স্থানীয় জগায়, অরূপ ও ভূত নামে তিনজন মিলে আক্রমণ করে ও বাইক আরোহী শুভঙ্কর মন্ডলকে ছুরি মারতে শুরু করে বলে পুলিশকে জানাই মৃত বাইক আরোহীর দুই সঙ্গী।

শুভঙ্কর মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয় তিন যুবক সেখান থেকে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় শুভঙ্কর কে বাইকে করে তার দুই সঙ্গী বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে। বাড়িপুর থানার পুলিশ এসে মৃত শুভঙ্করের সঙ্গে থাকা এক নাবালক ও বাবাই নামে আরো একজনকে আটক করেছে। রাতে ঘটনাস্থলে আসে বারুইপুর থানার পুলিশ। যদিও অভিযুক্ত তিন যুবক পলাতক। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চলের সৃষ্টি হয়েছে। ঘটনা তদন্ত নেবে বেশ কয়েকজনকে আটক করেছে বারুইপুর থানার পুলিশ।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।