- Home
- West Bengal
- West Bengal News
- সপ্তাহান্তে ফের বাতিল একগুচ্ছ ট্রেন, ট্র্যাক রক্ষণাবেক্ষণ কাজের জন্য এই শাখায় চলবে না লোকাল ট্রেন!
সপ্তাহান্তে ফের বাতিল একগুচ্ছ ট্রেন, ট্র্যাক রক্ষণাবেক্ষণ কাজের জন্য এই শাখায় চলবে না লোকাল ট্রেন!
Local Train Cancel News: চলতি মাসে ফের বাতিল থাকছে একগুচ্ছ লোকাল ট্রেন। কোন কোন শাখায় বাতিল থাকবে ট্রেন? জেনে নিন বিস্তারিত। দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

ফের বাতিল লোকাল ট্রেন
রেল সূত্রে খবর, রাত্রিকালীন ট্র্যাক রক্ষণাবেক্ষণ কাজের জন্য হাওড়া ডিভিশনের ব্যান্ডেল–কাটোয়া শাখায় নবান্ন দীপ ঘাট ও পাণ্ডুলী স্টেশনের মাঝে আপ লাইন বন্ধ থাকবে। এই কাজ চলবে ১৮ অগাস্ট (সোমবার) থেকে ৩০ অগাস্ট (শনিবার) পর্যন্ত। যারফলে টানা ১৩ দিন, প্রতিদিন রাত ০২:১০ মিনিট থেকে ভোর ০৫:১০ মিনিট পর্যন্ত ব্যাহত থাকবে লোকাল ট্রেন পরিষেবা।
কোন কোন ট্রেন বাতিল
৩৭৩৯১ ব্যান্ডেল–কাটোয়া লোকাল এবং ৩৭৩৯২ কাটোয়া–ব্যান্ডেল লোকাল নির্দিষ্ট তারিখগুলিতে বাতিল থাকবে। বাতিল ব্যান্ডেল–কাটোয়া লোকাল (৩৭৩৯১)। ১৮.০৮.২০২৫ (সোমবার), ২০.০৮.২০২৫ (বুধবার), ২২.০৮.২০২৫ (শুক্রবার), ২৪.০৮.২০২৫ (রবিবার), ২৫.০৮.২০২৫ (সোমবার), ২৭.০৮.২০২৫ (বুধবার), ২৯.০৮.২০২৫ (শুক্রবার)।
বাতিল কাটোয়া-ব্যাণ্ডেল লোকাল
বাতিল থাকবে কাটোয়া–ব্যান্ডেল লোকাল। ১৯.০৮.২০২৫ (মঙ্গলবার), ২১.০৮.২০২৫ (বৃহস্পতিবার), ২৩.০৮.২০২৫ (শনিবার), ২৬.০৮.২০২৫ (মঙ্গলবার), ২৮.০৮.২০২৫ (বৃহস্পতিবার), ৩০.০৮.২০২৫ (শনিবার)।
চলবে স্পেশ্যাল ট্রেন
পূর্ব রেল কর্তৃপক্ষ জানিয়েছে, স্পেশাল ট্রেন চালু হলে বা দেরিতে চলা ট্রেন থাকলে যাত্রীদের সুবিধার্থে তা ঘোষণা করা হবে। এছাড়া প্রতিটি স্টেশনের পাবলিক অ্যাড্রেস সিস্টেমের মাধ্যমেও নিয়মিত তথ্য জানানো হবে।
বিশেষ ট্রেন পরিষেবা
অন্যদিকে, আসন্ন দুর্গাপুজো উপলক্ষে পূর্ব রেল যাত্রীদের সুবিধার্থে একাধিক পূজা স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল। হাওড়া, রামপুরহাট, শিয়ালদহ, আমতা, গোপালপুর ও পাঁশকুড়া রুটে বিশেষ ট্রেন চালু থাকবে। যাত্রীরা যাতে ভিড়ের সময় নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছাতে পারেন, সেই লক্ষ্যেই এই বিশেষ পরিষেবা চালু করছে রেল।
০৩০৪৮/০৩০৪৭ হাওড়া–রামপুরহাট পুজো স্পেশাল ট্রেন (সাপ্তাহিক):হাওড়া থেকে ছাড়বে শনিবার রাত ২৩:৫৫ মিনিটে।
রামপুরহাট থেকে ফিরতি ট্রেন ছাড়বে রবিবার রাত ০১:৫০ মিনিটে। ০৩০৯৫/০৩০৯৬ শিয়ালদহ–গোপালপুর পুজো স্পেশাল ট্রেন (সাপ্তাহিক):

