- Home
- West Bengal
- West Bengal News
- উৎসবের মরশুম শুরুর আগেই রক্ষণাবেক্ষণের কাজে জোর, এই রুটে ৮ দিন বন্ধ লোকাল ট্রেন পরিষেবা
উৎসবের মরশুম শুরুর আগেই রক্ষণাবেক্ষণের কাজে জোর, এই রুটে ৮ দিন বন্ধ লোকাল ট্রেন পরিষেবা
Local Train Cancel News: উৎসবের মরশুম শুরুর আগে ফের ট্রেন বাতিলের খবর। মাসের শুরুতেই এই রুটে আটদিন চলবে না লোকাল ট্রেন। বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

ফের বাতিল লোকাল ট্রেন
রেল সূত্রে খবর রাতেরবেলা ট্র্যাক রক্ষণাবেক্ষণ কাজের জন্য হাওড়া ডিভিশনের ব্যাণ্ডেল–কাটোয়া শাখায় নবান্নীধাম ও পূর্বস্থলী স্টেশনের মধ্যে আপ ব্যাণ্ডেল–আজিমগঞ্জ–কাটোয়া লাইনে আগামী ৮ দিন ধরে (২ সেপ্টেম্বর, ২০২৫ থেকে ৯ সেপ্টেম্বর, ২০২৫ পর্যন্ত) প্রতিদিন রাত ২টা ১০ মিনিট থেকে ভোর ৫টা ১০ মিনিট পর্যন্ত ট্রাফিক ব্লক থাকবে। ফলে ওই সময়ে চলবে না কোনও ট্রেন।
বাতিল থাকছে কোন কোব ট্রেন
হাওড়া ডিভিশনে বাতিল থাকবে ৩৭৪৩১ ব্যাণ্ডেল–কাটোয়া লোকাল এবং৩৭৪৩২ কাটোয়া–ব্যাণ্ডেল লোকাল। এছাড়াও এই ট্রেনগুলি ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮ ও ৯ সেপ্টেম্বর (মঙ্গলবার থেকে মঙ্গলবার) পর্যন্ত বাতিল থাকবে বলে রেলের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে এই তথ্য জানানো হয়েছে সাধারণ মানুষ ও এই রুটের নিত্যযাত্রীদের।
বিশেষ ট্রেনের ব্যবস্থা?
রেল কর্তৃপক্ষ জানিয়েছে, বিশেষ ট্রেন বা অন্য কোনও ট্রেনের সময়সূচি পরিবর্তন হলে যাত্রীদের স্টেশনের পাবলিক অ্যাড্রেস সিস্টেমের মাধ্যমে তা ঘোষণা করা হবে। ফলে অযথা চিন্তিত না হওয়ার বার্তা দিয়েছে রেল কর্তৃপক্ষ।
বাতিল চক্ররেল পরিষেবা
অন্যদিকে রেল সূত্রে আরও জানা গিয়েছে যে, গণেশ প্রতিমা বিসর্জন উপলক্ষে পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশনের চক্র রেল পরিষেবাতেও কিছু পরিবর্তন আনা হয়েছে। ৩১ অগাস্ট রবিবার চক্ররেলের একাধিক ট্রেন আংশিক ভাবে বাতিল বা পরিবর্তিত পথে চলবে।
কোন কোন ট্রেন বাতিল?
৩০৯৩১, ৩০৯৩৭, ৩১০১১ নম্বর ট্রেন বাসুলিয়া, মাদারিহাট, লোকাল টালা হয়ে টালায় গিয়ে শেষ হবে। ৩০৯৩৫, ৩১০০৫ নম্বর ট্রেন সোনাইটি–বালিগঞ্জ জংশন হয়ে লোকাল টালা গিয়ে থামবে। ৩০৯৩৬, ৩১০০৮, ৩১০১২ নম্বর ট্রেন টালা থেকে লোকাল টালা হয়ে শিয়ালদহে যাবে। ৩০৩২৮ নম্বর ট্রেন সোনাইটি–মাদারিহাট–লোকাল টালা হয়ে শিয়ালদহ পৌঁছাবে। ৩০৩৬০ নম্বর ট্রেন বালিগঞ্জ জংশন থেকে মাদারিহাট পর্যন্ত পরিবর্তিত পথে চলবে। মাদারিহাট থেকে পরিবর্তিত পথ (কাকুরগাছি রোড হয়ে)। ৩০৩৬৭ নম্বর ট্রেন মাদারিহাট–দক্ষিণপুর লোকাল পরিবর্তিত পথে চলবে।

