সংক্ষিপ্ত
এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তৃণমূল কংগ্রেস নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিশ পাঠিয়েছে। রবিবার সন্ধ্যেবেলা সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
আবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তৃণমূল কংগ্রেস নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিশ পাঠিয়েছে। রবিবার সন্ধ্যেবেলা সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি তিনি নিশানা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। অভিষেকের বক্তব্য আগামী ১৩ সেপ্টেম্বর ইন্ডিয়া জোটের কো-অর্ডিনেশন কমিটির প্রথম বৈঠক। কমিটির সদস্য তিনি। তাঁর যাওয়া আটকাতেই এই পদক্ষেপ করা হয়েছে।
সোশ্যাল মিডিয়ায় বার্তা দিয়ে অভিষেক বলেছেন, ' দিল্লিতে INDIA সমন্বয় কমিটির প্রথম বৈঠক ১৩ সেপ্টেম্বর। আমি একজন সদস্য। কিন্তু আশ্চার্যের বিষয় ইডি ঠিকএকই দিনে তাদের সামনে হাজিরা দেওয়ার জন্য নোটিশ পাঠিয়েছে। ৫৬ ইঞ্চ বুকের ছাতির মডেলের ভীরুতা ও অস্বস্তি দেখে আমি অবাক না হয়ে পাচ্ছি না।' তিনি ট্যাগ করে লিখেছেন ফিয়ারইন্ডিয়া। অভিষেক আরও জানিয়েছেন, নোটিশ তিনি রবিবারই হাতে পেয়েছেন।
সম্প্রতি মুম্বইয়ের সান্তাক্রুজ এলাকায় হোটেল গ্র্যান্ড হায়াতে বিজেপি বিরোধী ২৮টি দলের শীর্ষ নেতৃত্ব বৈঠকে বসেন। সেখানেই ১৩ সদস্যের সমন্বয় কমিটির নাম ঘোষণা করা হয়েছে। তবে এই কমিটির নেতার নাম এখনও পর্যন্ত ঠিক করা হয়নি। এই কমিটিতে স্থান পেয়েছেন তৃণমূল কংগ্রেসের নম্বর ২ অভিষেক বন্দ্য়োপাধ্যায়। যার প্রথম বৈঠক আগামী বুধবার। কিন্তু নোটিশের জন্য অভিষেক বৈঠকে যোগ দিতে নাও পারেন।
একাধিক মামলায় এর আগেও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাব করেছে কেন্দ্রীয় সংস্থা। একাধিকবার তাঁকে নোটিশও পাঠান হয়েছে। পঞ্চায়েত ভোটের প্রচারের সময়ও তাঁকে একদিনের মধ্য়ে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। যা নিয়ে তীব্র আপত্তি জানিয়েছিলেন তৃণমূল নেতা। কিন্তু তারপরেও হাজিরা দিয়েছিলেন। দীর্ঘ সময় তাঁকে জেরা করা হয়েছিল। কেন্দ্রীয় সংস্থা ও প্রধানমন্ত্রীর তীব্র সমালোচনা কলেও অভিষেক সেই সময়ই জানিয়ে দেন তিনি হাজিরা দেবন। নাগরিক হিসেবে তাঁর যা দায়িত্ব তা তিনি পালন করবেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশ যাওয়া নিয়েও ইস্যু তৈরি হয়েছিল। যদিও কলকাতা হাইকোর্টের নির্দেশে তিনি বিদেশে গিয়েছিলেন চোখের চিকিৎসার জন্য।