- Home
- West Bengal
- West Bengal News
- মহার্ঘ ভাতা নিয়ে চরম অসন্তোষ! রাজ্য সরকারি কর্মীরা নিতে চলেছে পদক্ষেপ
মহার্ঘ ভাতা নিয়ে চরম অসন্তোষ! রাজ্য সরকারি কর্মীরা নিতে চলেছে পদক্ষেপ
রাজ্য বাজেটে 4% মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা হলেও, রাজ্য সরকারি কর্মচারীরা এতে সন্তুষ্ট নন। 2020 থেকে ষষ্ঠ বেতন কমিশনের আওতায় বেতন পাওয়া সত্ত্বেও, পঞ্চম দফায় ভাতা বৃদ্ধি না হওয়ায় তারা আন্দোলন চালিয়ে যাবেন।

রাজ্যবাজেট পেশের আগে থেকেই মহার্ঘ ভাতা নিয়ে রাজ্য সরকারি কর্মচারী ও মমতা সরকারের মধ্যে মামলা চলছিল।
একাধিক সময় পর্যন্ত অপেক্ষা করেও ডিএ বৃদ্ধি হয়নি কর্মীদের। ফলে একাংশ কর্মীদের মধ্যে অসন্তোষ বাড়তেই থাকে।
এর মধ্যেই রাজ্য বাজেটে চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছেন যে ৪ শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধি পাবে।
এর ফলে রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা ১৮ শতাংশে পৌঁছায়। এই ৪ শতাংশ ১ এপ্রিল থেকে কার্যকর হবে।
রাজ্য সংগঠনের আহ্বায়ক ও চেয়ারম্যান প্রতাপ নায়েক ও মানস ভুঁইয়া রাজ্যের বিভিন্ন দপ্তারে কর্মসূচীর নির্দেশ পাঠিয়েছেন।
মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ বলেছেন, প্রতিটি সরকারি কর্মচারী সংগঠনের কাজ হল কর্মীদের স্বার্থ সুরক্ষিত করা।
মমতা সরকার ডিএ নিয়ে কর্মীদের দাবি পূরণ করেনি ফলে এই আন্দোলন চলবেই।
২০২০ থেকে ষষ্ঠ বেতন কমিশনের আওয়ার বেতন পাচ্ছে কর্মীরা, আর নয়। এই প্রতিবাদ চালানের জন্য দুদিনের প্রতিবাদ কর্মসূচী হবে।
এইবারে কর্মীরা আশা করেছিলেন পঞ্চম দফায় ভাতা বৃদ্ধি করা হবে, কিন্তু তা হয়নি।
ফলে ৪ শতাংশ ভাতা বৃদ্ধিতে মোটেও খুশি নন রাজ্য সরকারী কর্মীরা। ফলে অন্দোলন তাদের জারি থাকবেই বলে জানিয়েছে সংগঠন।