সংক্ষিপ্ত
সিআইডি-র বিরুদ্ধে খুনের চক্রান্তের অভিযোগ এনে রাজ্য রাজনীতিতে শোরগোল ফেলে দিয়েছেন বারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং। তাঁর এই অভিযোগ নিয়ে এখন রাজ্য রাজনীতিতে তোলপাড় চলছে।
শরীরে রাশিয়ান রাসায়নিক প্রয়োগ করে খুনের চক্রান্তের অভিযোগ করেই ক্ষান্ত থাকলেন না, শারীরিক পরীক্ষা করাতে সটান হাসপাতালেও পৌঁছে গেলেন অর্জুন সিং। শনিবার ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে যান অর্জুন। সেখানে নানা ধরনের শারীরিক পরীক্ষা করান বারাকপুরের প্রাক্তন সাংসদ। এরপর তিনি জানিয়েছেন, ‘এ টু জেড, সব টেস্ট করিয়েছি। মোট ১৪টি টেস্ট হয়েছে। আমার শরীরে রাশিয়ান কেমিক্যাল ঢুকিয়ে দিয়েছে কি না, সেটাই পরীক্ষা করে দেখা হচ্ছে। আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পরীক্ষা করালাম। দু'একদিনের মধ্যেই রিপোর্ট পেয়ে যাব।’ তবে শরীরে রাশিয়ান রাসায়নিকের উপস্থিতির আশঙ্কা করলেও, সুস্থই আছেন অর্জুন। আপাতত তাঁর শারীরিক কোনও সমস্যা নেই।
বিস্ফোরক অভিযোগ অর্জুনের
ভাটপাড়া পুরসভার টেন্ডারে দুর্নীতির অভিযোগ নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য অর্জুনকে তলব করে সিআইডি। এই দুর্নীতি যখন হয়েছিল বলে অভিযোগ, তখন ভাটপাড়া পুরসভার চেয়ারম্যান ছিলেন অর্জুন। এই কারণেই তাঁকে ভবানী ভবনে তলব করা হয়। বৃহস্পতিবার সিআইডি-র জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন অর্জুন। তাঁকে চার ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয়। এরপরেই শরীরে রাশিয়ান রাসায়নিক প্রয়োগ করে খুনের চক্রান্তের অভিযোগ করেন অর্জুন। তিনি দাবি করেন, পাশে বসে কেউ এই রাসায়নিক স্প্রে করে দিলে ২-৩ মাসের মধ্যে শরীরের সব অঙ্গ-প্রত্যঙ্গ বিকল হয়ে যেতে পারে। ৬ মাসের মধ্যে তাঁর মৃত্যু হলে রাজ্য সরকার দায়ী থাকবে বলেও অভিযোগ করেন প্রাক্তন বিজেপি সাংসদ। তিনি আরও অভিযোগ করেন, তাঁর পাশাপাশি বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও খুনের চক্রান্ত করা হচ্ছে। এই অভিযোগ ঘিরে এখন রাজ্য রাজনীতি সরগরম।
অর্জুনের সারা শরীর পরীক্ষা
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, হৃৎযন্ত্র, কিডনি, লিভার-সহ বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গের পরীক্ষা করা হয়েছে। তাঁর শরীরে বিষাক্ত কিছু প্রবেশ করানো হয়েছে কি না, তা জানার জন্যই পরীক্ষা হয়েছে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
'একতলায় নামতেই ওরা বোমা ছুঁড়ল..' বাড়িতে বোমাবাজি প্রসঙ্গে বিস্ফোরক বয়ান অর্জুন সিংয়ের
'৫ দিনের মধ্যে গুলিতে ঝাঁঝরা করব', ভোট মিটতেই অর্জুন সিংকে খুনের হুমকি
'অর্জুন সিং আমার নাম বনি... কিছু করতে পারবি না!' ভোটের দিনে উত্তপ্ত ব্যারাকপুরের ভিডিও দেখুন