সংক্ষিপ্ত

তিনি বলেন 'শুধু আপনাদের বলবে হাজার টাকা দিয়ে দিচ্ছি লক্ষ্মীর ভাণ্ডারে, বারো'শ টাকা দিয়ে দিচ্ছি। এই জানোয়াররা এটা জানে না মানুষ ভিখিরি নয়। যে টাকা তোমরা দিচ্ছ লক্ষ্মীর ভাণ্ডারের নামে তা তোমাদের পৈতৃক সম্পত্তি নয়।'

রাজনৈতিক আক্রমণে অপশব্দের ব্যবহার রাজনীতিতে এখন আকছারই ঘটছে। কুমন্তব্যের জন্য কঠোর নিন্দা করে সোমবার রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি তথা বর্ধমান-দুর্গাপুরের প্রার্থী দিলীপ ঘোষকে শোকজ করেছে নির্বাচন কমিশন। তবে তারপরেও রাজনৈতিক নেতাদের মধ্যে বিশেষ পার্থক্য নজরে আসছে না। এবার মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল সম্পর্কে বিতর্কিত মন্তব্য করে বিপাকে জড়ালেন প্রাক্তন বিচারপতি ও বিজেপি প্রার্থী অভিজিত গঙ্গোপাধ্যায়।

তিনি বলেন 'শুধু আপনাদের বলবে হাজার টাকা দিয়ে দিচ্ছি লক্ষ্মীর ভাণ্ডারে, বারো'শ টাকা দিয়ে দিচ্ছি। এই জানোয়াররা এটা জানে না মানুষ ভিখিরি নয়। যে টাকা তোমরা দিচ্ছ লক্ষ্মীর ভাণ্ডারের নামে তা তোমাদের পৈতৃক সম্পত্তি নয়। এটা সরকারের উপার্জন করা করের টাকা যা সারা ভারত থেকে এসেছে। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের টাকা নয়। তোমরা এজন্য কোনও কৃতিত্ব দাবি করতে পারো না।'

উল্লেখ্য, লক্ষ্মীর ভাণ্ডার রাজ্য সরকারের প্রকল্প। মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর দল তৃণমূল এই নির্বাচনে এই প্রকল্পের বাস্তবায়নকে বড় হাতিয়ার করেছে। এখন 'জানোয়ার' বলতে অভিজিত গঙ্গোপাধ্যায় কাকে বোঝাতে চেয়েছেন, তা স্পষ্ট। সোমবার তমলুকের প্রচারে গিয়ে অভিজিত্‍ গঙ্গোপাধ্যায় বলেন এই কথা। বিচারব্যবস্থা থেকে ইস্তফা দিয়ে তিনি রাজনীতিতে এসেছেন, এখনও এক মাসও পুরো হয়নি। রাজনৈতিক আক্রমণে অভিজিত্‍ গঙ্গোপাধ্যায়ের শব্দচয়ন নিয়ে বিতর্ক তৈরি হতে শুরু করেছে এরই মধ্যে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।