সংক্ষিপ্ত
রবিবার ঘাটালের অরবিন্দ স্টেডিয়ামে মেলা কমিটির গঠন নিয়ে প্রস্তুতি বৈঠক ছিল। সেখানে হাজির ছিলেন স্থানীয় তৃণমূল সাংসদ দেব
তৃণমূল কংগ্রেস বনাম তৃণমূল কংগ্রেস। রবিবার ছুটির দিনে তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বে উত্তাল হল ঘোটাল। তৃণমূল কংগ্রেস সাংসদ দেবের সামনেই মারামারিতে জ়ড়িয়ে পড়ল তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠী। ঘটনার সূত্রপাত স্থানীয় শিশুমেলাকে কেন্দ্র করে। শিশু মেলার কমিটির তৈরি হবে। সেই কমিটির দল কার হাতে থাকবে তাই নিয়ে প্রথমে দুই পক্ষের মধ্যে বচসা শুরু হয়। পরে তা হাতাহাতিতে পৌঁছে যায়। গন্ডোগোলের জেরে কয়েক জন আহত হয়েছে। তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বে রক্তাক্ত হয় ঘাটাল। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় নামে পুলিশ।
রবিবার ঘাটালের অরবিন্দ স্টেডিয়ামে মেলা কমিটির গঠন নিয়ে প্রস্তুতি বৈঠক ছিল। সেখানে হাজির ছিলেন স্থানীয় তৃণমূল সাংসদ দেব। দেবের উপস্থিতিতে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে অশান্তি শুরু হয়। অভিযোগ,প্রাক্তন বিধায়ক শঙ্কর দোলুই আগেই কমিটি তৈরি করে নিয়েছিলেন। সেই কমিটির মাথায় তিনিই। কিন্তু দেব বৈঠকে যেতেই কমিটি নিয়ে দু’পক্ষের মধ্যে বচসা বাধে। সূত্রের খবর, শঙ্করের কমিটি মানতে নারাজ ছিল তৃণমূলের একাংশই। তৃণমূল কর্মীরা নিজেরাই নিজেদের মধ্যে মারামারি শুরু করেন। ভাঙা হয় চেয়ার-টেবিলও।
প্রথমে দেব পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। কিন্তু তিনি ব্যর্থ হন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে পুলিশ। পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। আহতদের উদ্ধার করে পুলিশই হাসপাতালে ভর্তি করে।
দেব জানিয়েছেন, তিনি কমিটি তৈরির কথা জানতেন। কিন্তু এমন পরিস্থিতি তৈরি হতে পরে তা তিনি কল্পনা করতে পারেননি। গোটা ঘটনায় তিনি স্তম্ভিত বলেও জানিয়েছেন। তিনি আরও বলেন, মেলার জন্য একটি কমিটি গঠন করা হবে বলেও তাঁকে ডেকে এনেছেন বলেও জানিয়েছেন। তিনি আরও বলেন, শঙ্করের কমিটির জন্য তিনি আগেই অনুমোদন দিয়েছেন। তারপরেও কেন এমন হল তাই নিয়ে প্রশ্ন তুলেছেন দেব।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।