সংক্ষিপ্ত
শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান নবদ্বীপের সঙ্গে ব্রাজিলের যোগসূত্র তৈরি হল। বিবাহসূত্রে বাঁধা পড়ল নবদ্বীপ ও ব্রাজিল। এই ঘটনা নিয়ে এখন নদিয়া জেলায় শোরগোল পড়ে গিয়েছে।
ভাষার সমস্যা আছে। বাঙালি রান্নার সঙ্গে পরিচিত নন। এখানকার খাবার খেতে সমস্যা হচ্ছে। আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতেও সমস্যা হচ্ছে। কিন্তু প্রেম কোনও বাধাই মানে না। সে কথা প্রমাণ করে দিয়ে ব্রাজিল থেকে নদিয়া জেলার নবদ্বীপে এসে বিয়ে করলেন এক যুবতী। নবদ্বীপের প্রত্যন্ত গ্রাম ফরেস্ট ডাঙ্গার যুবক কার্তিক মন্ডলের সঙ্গে বিয়ে হল ব্রাজিলের যুবতীর। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আলাপ হওয়ার পর বাক্যালাপ চালাতে চালাতে তাঁরা একে অপরের ঘনিষ্ঠ হয়ে পড়েন। বাড়িতে সম্পর্কের কথা জানান। পরিবারের সদস্যরা আপত্তি করেননি। এরপরেই ব্রাজিল থেকে নবদ্বীপে চলে আসেন এই যুবতী। তিনি বাঙালি মেয়েদের মতোই শাড়ি পরে যাবতীয় রীতি মেনে বিয়ে করলেন। গ্রামের সবাই বিয়ের আসরে হাজির হয়ে নবদম্পতিকে শুভেচ্ছা জানান।
নবদ্বীপের ব্রাজিলিয়ান বৌমা
ব্রাজিলের এই যুবতীর নাম ম্যানুয়েলা আলভেজ ডা সিলভা। তিনি নবদ্বীপের পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছেন। কার্তিকের পরিবারের সবাই এই ব্রাজিলিয়ান যুবতীকে আপন করে নিয়েছেন। বাংলা শিখতে সময় লাগবে ম্যানুয়েলার। তবে আন্তরিকতা ভাষার ব্যবধান দূর করে দিয়েছে। সবার সঙ্গে মিলে নতুন সংসার শুরু করেছেন ম্যানুয়েলা। তিনি নতুন পরিবারকে নিয়ে সুখে দিন কাটানোর আশায়।
কীভাবে এক হল নবদ্বীপ-ব্রাজিল?
কার্তিক জানিয়েছেন, 'ফেসবুকে ম্যানুয়েলার সঙ্গে আমার পরিচয় হয়। তারপর আমরা কথা বলতে শুরু করি। এরপর হোয়াটসঅ্যাপে আমরা কথা বলতে শুরু করি। ধীরে ধীরে আমাদের ঘনিষ্ঠতা হয়। বাড়িতে ওর কথা বলি। ম্যানুয়েলাও আমাদের সম্পর্কের কথা ওদের বাড়িতে বলে। প্রায় ৬ বছর ধরে আমাদের সম্পর্ক। পরিবারের কোনও আপত্তি না থাকায় আমাদের বিয়ে হল। ম্যানুয়েলা এমবিএ করেছে। ও অ্যাকাউন্টিংয়ের কাজ করে।'
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
'যে মানুষটিকে আমি বিয়ে করব..' ভালবাসার সম্পর্ক নিয়ে মুখ খুললেন দীপ্সিতা ধর
Shubman Gill: শুবমান গিলকে বিয়ে করছেন? কী জানালেন অভিনেত্রী ঋদ্ধিমা পণ্ডিত?