- Home
- West Bengal
- West Bengal News
- DA জটিলতার মাঝে বিরাট ঘোষণা মমতা সরকারের, নতুন বছরে কর্মীরা পাবেন বাড়তি টাকা
DA জটিলতার মাঝে বিরাট ঘোষণা মমতা সরকারের, নতুন বছরে কর্মীরা পাবেন বাড়তি টাকা
পশ্চিমবঙ্গ সরকার রাজ্য সরকারী কর্মীদের জন্য লিভ ট্রাভেল কনসেশন (LTC) নিয়ে একটি নতুন ঘোষণা করেছে। নতুন নিয়ম অনুযায়ী, কর্মীরা এখন থেকে বিমানে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ ভ্রমণ করতে পারবেন এবং সরকার এর সম্পূর্ণ ভাড়া বহন করবে।

বাংলার রাজ্য সরকারী কর্মীদের ডিএ নিয়ে দীর্ঘ জটিলতা চলছে। শীঘ্রই হবে চূড়ান্ত রায়দান। এরই মাঝে এল চমকপ্রদ খবর। নতুন বছরে রাজ্য সরকারী কর্মীদের জন্য বিশেষ ঘোষণা করল সরকার। সরকারী কর্মীদের বিশেষ উপহার দিল পশ্চিমবঙ্গ সরকার। এবার LTC নিয়ে বিশেষ পদক্ষেপ নিল সরকার।
জানা গিয়েছে, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ ভ্রমণ নিয়ে ছিল জটিলতা। এবার সেই জটিলতা শেষ হচ্ছে। এবছরে লিভ ট্রাভেল কনসেশন বা LTC নিয়ে বিশেষ পদক্ষেপ নিল সরকার। এর দ্বারা উপকৃত হবেন লক্ষ লক্ষ কর্মীরা। এই খবরে খুশির হাওয়া সর্বত্র।
জারি হওয়া বিজ্ঞপ্তি বলছে, এখন থেকে সরকারি কর্মচারীরা আন্দামান ভ্রমণের জন্য বিমানেও যাতায়াত করতে পারবেন। আর সেই ভ্রমণের পুরো ভাড়াই দেবে সরকার। এমনই খবর মিলল সদ্য। এর দ্বারা উপকৃত হবেন বহু কর্মী।
সদ্য রাজ্য সরকারের অর্থ দপ্তর LTC নিয়ে বিশেষ বিজ্ঞপ্তি জারি করেছে। সেখানে স্পষ্ট জানানো হয়েছে, এবার থেকে সরকারি কর্মীরা ফ্লাইটে আন্দামান ও নিকোবর যেতে পারেন। ইকোনমি ক্লাসে যেতে পারবেন তারা।
তবে, এই সুবিধা পেতে হলে কয়টি শর্ত মানতে হবে। হেডকোয়ার্টার্সের নিকটবর্তী কোনও বিমানবন্দর থেকে যাত্রা শুরু করতে হবে। যেন সেই বিমান শ্রী বিজয় পুরমের সরাসরি ফ্লাইট হয়। সব মিলিয়ে কর্মীদের জন্য সুখবর। মিলবে বিরাট সুবিধা।

