- Home
- West Bengal
- West Bengal News
- DA Update: ৭ মে বড় খুশির খবর অপেক্ষা করছে সরকারি কর্মীদের জন্য! কেন্দ্রের সমান মিলবে ডিএ?
DA Update: ৭ মে বড় খুশির খবর অপেক্ষা করছে সরকারি কর্মীদের জন্য! কেন্দ্রের সমান মিলবে ডিএ?
পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা (DA) মামলায় সুপ্রিম কোর্টের তরফে গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে। মামলাটি “Top of the List” এবং ৩ জন বিচারপতির বেঞ্চে শুনানির জন্য উঠতে চলেছে মে মাসের ৭ তারিখে।

একটানা কয়েক বছর ধরে সুপ্রিম কোর্টে চলছে মহার্ঘ ভাতা (Dearness Allowance) নিয়ে মামলা। এখনও এর কোনও শুনানি হয়নি। এর আগে মোট ১৬ বার সুপ্রিম কোর্টে ডিএ মামলার (DA Case) শুনানি পিছিয়েছে।
যা নিয়ে কার্যত হতাশ রাজ্যের সরকারি কর্মচারীরা। তবে এবার পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা (DA) মামলা নিয়ে সুপ্রিম কোর্ট (Supreme Court) তরফে দুটি গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে।
এর আগে সুপ্রিম কোর্ট জানিয়েছিল য়ে, এ মামলার বিস্তারে শুনানি প্রয়োজন। তার পরে সময়ের অভাবে মামলাটি আর ওঠেনি।
এবারে সরকারি কর্মীদের জন্য আশার খবর হল, মামলাটি “Top of the List” রয়েছে। ডিএ মামলা শুনবেন তিন বিচারপতি।
মামলাটি ৩ জন বিচারপতির বেঞ্চে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সুপ্রিম কোর্ট। এবার এই ৭ তারিখের দিকে নজর সকলের।
মে মাসের ৭ তারিখ অর্থাৎ বুধবার এই ডিএ মামলাটি সুপ্রিম কোর্টে উঠতে চলেছে। এই দিনে যাতে অবশ্যই শুনানি হয়, যেন কোনও ভাবেই আবার তালিকা থেকে মামলাটি বাদ না পড়ে সেই লক্ষ্যে গত ১ মে, কর্মচারী সংগঠন ইউনিটি ফোরামের পক্ষ থেকে আইনজীবী শীর্ষ আদালতে এই ডিএ মামলাটির বিষয়ে উল্লেখ করেন।
জানা যাচ্ছে, ডিএ মামলাটি বিচারপতি বিক্রম নাথ, বিচারপতি সঞ্জয় কারোল ও বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চে শুনানির জন্য উঠতে চলছে।
প্রসঙ্গত, ২০২২ সালের ২৮ নভেম্বর রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ মামলা প্রথম বার সুপ্রিম কোর্টে উঠেছিল। তারপর গত বছর ডিসেম্বরে মামলাটি শেষ বার শুনানির জন্য উঠেছিল। সূত্রের খবর, সুপ্রিম কোর্টে মামলা ওঠার পর থেকে এই প্রথমবার মামলার বিবরণীতে ডিএ মামলাকে তালিকার প্রথম সারির শীর্ষে রাখা হয়েছে।
অর্থাৎ ৭ তারিখ একদম প্রথমেই এই মামলার শুনানি হবে। মামলাটি সেই তারিখে অবশ্যই সমাপ্তি হবে বলে আশা রয়েছে সরকারি কর্মীরা।তাই আবারও 'তারিখ পে তারিখ'- এর মতো এই মামলার শুনানি পিছিয়ে যাওয়ার সম্ভাবনা কম বলে মনে করছেন সবাই।

