সংক্ষিপ্ত
দুই প্রধানের বিদেশ সফরের মধ্যে কিন্তু রাজ্য ও রাজভবনের সংঘাত রয়ে গেছে। রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তিকালীন উপাচার্য নিয়োগের রাজ্যের সঙ্গে কোনও আলোচনা করছেন না রাজ্যপাল, তেমনই অভিযোগ নবান্নের।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ের পর এবার বিদেশ সফরে রাজ্যপাল সিভি আনন্দ বোস। তিনিও মুখ্যমন্ত্রীর মতই লম্বা বিদেশ সফরে যাচ্ছেন। তাঁর সফর ১২ দিনের। তবে রাজভবন থেকে এখনও এই বিষয়ে কোনও কথা জানান হয়নি। সূত্রের খবর রাজ্যপাল সিভি আনন্দ বোস যাচ্ছেন আমেরিকা সফরে।
সূত্রের খবর রাজ্য়পাল সিভি আনন্দ বোস শনিবারই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একটি চিঠি পাঠিয়েছেন। বিদেশ সফর কেমন হল তা জানতে চেয়ে চিঠি পাঠিয়েছেন। তবে চিঠি নিয়ে এখনও পর্যন্ত কেউ কিছুই বলেনি। সূত্রের খবর মমতার বিদেশ সফর নিয়ে খোঁজ খবর রেখেছেন রাজ্যপাল। রাজ্যপাল সরকারি কাজে বিদেশ সফরে যাচ্ছেন। তাঁর গন্তব্য আমেরিকা। সরকারি কর্মসূচির পাশাপাশি তিনি আমেরিকার একটি সাহিত্য সম্মেলনেও অংশ নিতে পারেন। আমেরিকায় বসবাসকারী ভারতীয়দের সঙ্গেও কথা বললেন আনন্দ বোস। এছাড়াও সেখানে একাধিক কর্মসূচি রয়েছে। তিনি মঙ্গলবার বিদেশ সফরে যাবেন। অর্থাৎ ২৬ সেপ্টেম্বর বিদেশ সফরে গিয়ে দেশে ফিরবেন ৭ অক্টোবর।
তবে দুই প্রধানের বিদেশ সফরের মধ্যে কিন্তু রাজ্য ও রাজভবনের সংঘাত রয়ে গেছে। রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তিকালীন উপাচার্য নিয়োগের রাজ্যের সঙ্গে কোনও আলোচনা করছেন না রাজ্যপাল, তেমনই অভিযোগ নবান্নের। পাশাপাশি বিধায়কের শপথ গ্রহণ অনুষ্ঠান নিয়ে রাজ্যের সঙ্গে সংঘাতের পথে হেঁটেছেন রাজ্যপাল।
অন্যদিকে শনিবারই লম্বা বিদেশ সফর সেরে দেশে ফিরিছেন মমতা বন্দ্যোবন্দ্যোপাধ্যায়। তিনি কলকাতায় ফিরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমনটাই জানালেন। তিনি বলেন, এই বাণিজ্য সফর চূড়ান্ত সফর। তিনি বলেন, 'এত সাকসেসফুল প্রোগ্রাম আমি খুব কমই দেখেছি।' মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় বলেন, তাঁর সরকার বাংলার জন্য অনেক কাজ করেছে। তাঁর সঙ্গে শিল্পপতি, ইস্টবেঙ্গল, মোহনবাগান, মহামেডানের কর্ণধাররা ছিলেন। তিনি জানিয়েছেন বেশ কিছু বড় বড় চুক্তি হয়েছে। বিজিবিএরএ- আসবার জন্য মাদ্রিজ, বার্সেলোনা ও দুবাইের মিটিংগুলি সফল হয়েছে বলেও জাবি করেন তিনি। মমতা বলেন, পুরোটা ইন্ডিয়ান চেম্বার অব কমার্স ফিকি পরিচালনা করেছে। প্রবাসী ভারতীয়রা খুব খুশি। তিনি বলেন প্রবাসী বাঙালিরাও খুব খুশি হয়েছে।