- Home
- West Bengal
- West Bengal News
- Weather Update: ঝোড়া হাওয়া আর বৃষ্টি দাপট থাকবে আজও, কোন কোন জেলায় জারি হল সতর্কতা? রইল আপডেট
Weather Update: ঝোড়া হাওয়া আর বৃষ্টি দাপট থাকবে আজও, কোন কোন জেলায় জারি হল সতর্কতা? রইল আপডেট
সোমবারের পর মঙ্গলবারও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, বাঁকুড়া, পুরুলিয়ার মতো পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে ভারী বৃষ্টি এবং কলকাতা সহ বাকি জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টির সঙ্গে দমকা হাওয়া বইতে পারে।

সোমবার সকাল থেকেই আকাশের মুখ ভার। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হয়েছে বিক্ষিপ্ত বৃষ্টি। এবছর জুলাই থেকে চলছে বৃষ্টি। মাঝে সামান্য স্বস্তি মিললেও ফের সোমবার থেকে শুরু হয়েছে বৃষ্টি। আজ মঙ্গলবার সকাল থেকেও আকাশের মুখ ভার। জেনে নিন আজ কেমন থাকবে আবহাওয়া।
হাওয়া অফিস সূত্রে খবর,কোথাও হবে বিক্ষিপ্ত বৃষ্টি তো কোথাও হবে ভারী বৃষ্টি। জেনে নিন আজ কেমন থাকবে আবহাওয়া।লায় জেনে নিন আজ কোন কোন জেলায় হবে বৃষ্টি।
হাওয়া অফিস জানিয়েছে, পশ্চিম রাজস্থানের কিছু এলাকা থেকে বর্ষা বিদায় নিয়েছে রবিবার। সাধারণত ১৭ সেপ্টেম্বর বর্ষা বিদায়ের সূচনা হয়ে থাকে। এবছর সময়ের তিন দিন আগে তা শুরু হয়ে গিয়েছে। তেমনই যে নিম্নচাপ তৈরি ছিল তা এার তেলেঙ্গানা দিকে সরে যাচ্ছে। এবার এর সরাসরি প্রভাব পশ্চিমবঙ্গে পড়বে না বলে জানা গিয়েছে।
তবে, হাওয়া অফিস সূত্রে খবর, এখনই থামবে না বৃষ্টি। আপাচচ এই রকমই বৃষ্টি থাকবে। কলকাতা-সব দক্ষিণের সমস্ত জেলায় আজ মঙ্গলবারও হবে বৃষ্টি। জারি আছে হলুদ সতর্কতা। তার সঙ্গে ৩০ থেকে ৪০ কিমি বেগে বইবে দমকা হাওয়া।
আজ বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। আজ বৃষ্টি হবে দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, নদিয়াতে। আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৯ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি।

