- Home
- West Bengal
- West Bengal News
- West Bengal Weather: কাটেনি নিম্নচাপের জের, আজও বঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস, জেনে নিন কোথায় হবে কতটা বৃষ্টি?
West Bengal Weather: কাটেনি নিম্নচাপের জের, আজও বঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস, জেনে নিন কোথায় হবে কতটা বৃষ্টি?
শেষ কয়েকদিন ধরে বাংলার বিভিন্ন জেলায় ভারী বৃষ্টিপাত হচ্ছে। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর সহ একাধিক জেলায় প্রবল বৃষ্টি রেকর্ড করা হয়েছে। আগামী কয়েকদিন এই বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

শেষ কদিন ধরে সারাদিন ধরে চলছে বৃষ্টি। একদিকে বর্ষা ও অন্যদিকে নিম্নচাপের জেরে চলছে বৃষ্টি।
মৌসুমী অক্ষরেখা ও সুস্পষ্ট নিম্নচাপ জোড়াফলায় ভারী বৃষ্টি চলছে বাংলার বিভিন্ন জেলায়। আগামী কয়েকদিন চলবে এই বৃষ্টি।
শেষ ২৪ ঘন্টায় হয়েছে প্রবল বৃষ্টি। পুরুলিয়ায় বাঘবন্দিতে ২৭০ মিলিমিটার। পশ্চিম মেদিনীপুর গড়বেতা ২৬০ মিলিমিটার। পুরুলিয়ার খরিদ্বারে বৃষ্টি হয়েছে ২১০ মিলিমিটার। বাঁকুড়াতে ১৯০ মিলিমিটার। বাঁকুড়ার কংসাবতী বাঁধে বৃষ্টি হয়েছে ১৮০ মিলিমিটার। পুরুলিয়ার ফুলবাড়িয়াতে বৃষ্টি হয়েছে ১৮০ মিলিমিটার।
আজও চলবে এই বৃষ্টি। এমনই পূর্বাভাস দিল হাওয়া অফিস। আজ গোটা দিন ধরে বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হবে সব জেলাতেই।
বজ্রবিদ্যুৎ সব হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে বিভিন্ন জেলায়। আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে।
কলকাতা-সহ পূর্ব দিকের জেলাগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। মূলত পশ্চিমের জেলাগুলোতে আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে।
আজ ভারী বৃষ্টির পূর্বাভাস আছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া জেলাতে।
ভারী বৃষ্টির সম্ভাবনা আছে বীরভূম, পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ চব্বিন পরগনা, হুগলিও মুর্শিদাবাদ জেলাতে।
বাকি দেলাতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাল বইবে।
আজ বৃষ্টির কারণে কোনও সতর্কতা জারি হয়নি। তবে, রবিবার বৃষ্টির সতর্কতা বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পশ্চিম বর্ধমান ও উত্তর ২৪ পরগনার কিছু জেলায়।
সোমবার ভারী বৃষ্টির সতর্কতা বীরভূম মুর্শিদাবাদ জেলায়। এই দুদিন সব জেলাতেই ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে।
উত্তরবঙ্গে আছে অতি ভারী বৃষ্টির সতর্কতা। আজ দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়িতে অতি ভারী বৃষ্টি হবে।
উত্তরবঙ্গের বাকি সব জেলাতেই আজ বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টি চলবে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে।
এদিকে বৃষ্টির কারণে শহরের তাপমাত্রা খানিকটা কমেছে। আজও সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি আর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াস।

