- Home
- West Bengal
- West Bengal News
- Weather Forecast: ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস, নিম্নচাপের জেরে উত্তর থেকে দক্ষিণের দিনভর চলবে বৃষ্টি
Weather Forecast: ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস, নিম্নচাপের জেরে উত্তর থেকে দক্ষিণের দিনভর চলবে বৃষ্টি
Weather Forecast: দক্ষিণবঙ্গে বর্ষা ও নিম্নচাপের প্রভাবে চলছে টানা বৃষ্টি। কলকাতা ও শহরতলিতে দফায় দফায় বৃষ্টিপাতের পূর্বাভাস, উত্তরবঙ্গেও অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে।

দক্ষিণবঙ্গে ঢুকে গিয়েছে বর্ষা। সঙ্গে চলছে নিম্নচাপ। এই দুয়ের জোড়া প্রভাবে কলকাতা ও শহরতলিতে হচ্ছে টানা বৃষ্টি।
আজ বৃহস্পতিবার সকাল থেকেই শুরু হয়েছে দফায় দফায় বৃষ্টি। যা চলবে দিনভর- এমনই পূর্বাভাস দিল হাওয়া অফিস। সেই সঙ্গে উত্তরবঙ্গেও অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।
টানা বৃষ্টির জেরে তাপমাত্রা নেমেছে রাজ্যে। কদিন ধরে সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রিতে ঘোরাফেরা করছে।
তেমনই বাতাসে সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা ১০০ শতাংশ আছে। তেমনই সর্বনিম্ন আপেক্ষিক আর্দ্রতা ৯৫ শতাংশ। দিনভর দফায় দফায় বৃষ্টির পূর্বাভাস আছে।
দক্ষিণবঙ্গে সকাল থেকে বিভিন্ন জেলায় হচ্ছে বৃষ্টি। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুয়ায় আজ অতি ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে।
আজ পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, বীরভম ও দক্ষিণ ২৪ পরগনায় ঝোড়ো হাওয়ার সঙ্গে ভারী বৃষ্টি হতে পারে।
ভারী বৃষ্টির সম্ভাবনা আছে দার্জিলিং, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, জলপাইগুড়িতে। কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর ও মালদায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হবে।
আজ ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে।
তেমনই বঙ্গোপসাগরের ওপর তৈরি হয়েছে নিম্নচাপ। বাংলাদেশ থেকে সরে এসে তার অবস্থান আপাতত গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর আছে।
বিকেলের পর এটি ক্রমশ উত্তর ও উত্তর পশ্চিম দিকে সের যাবে। দুপুরের পর এর অভিমুখ হবে ঝাড়খণ্ড।

