কলকাতার পর এবার বাড়ি হেলে পড়ার ঘটনা ঘটল হুগলি জেলার কানাইপুরে।অভিযোগ, অপরিকল্পিত ভাবে পুকুর থেকে জল তুলে ফেলার কারণে বেশ কিছু বাড়িতে ফাটল ধরা এবং বাড়ি হেলে পড়ার ঘটনা ঘটছে ।

কলকাতার পর এবার বাড়ি হেলে পড়ার ঘটনা ঘটল হুগলি জেলার কানাইপুরে।হুগলি জেলার কানাইপুর গ্রাম পঞ্চায়েত এলাকার গঙ্গানগর এলাকায় এবার পঞ্চায়েত প্রধানের ওয়ার্ডেই ঘটেছে এই ঘটনা। অভিযোগ, অপরিকল্পিত ভাবে পুকুর থেকে জল তুলে ফেলার কারণে বেশ কিছু বাড়িতে ফাটল ধরা এবং বাড়ি হেলে পড়ার ঘটনা ঘটছে ।স্থানীয় সূত্রে জানা যায়,গঙ্গানগর এলাকার পাম্প হাউসের কাছে একটি বড় পুকুর কয়েকদিন ধরেই পাম্প লাগিয়ে জল তুলে ফেলার কাজ চলছিল ।

এলাকার বাসিন্দাদের অভিযোগ, পুকুর থেকে জল তুলে ফেলার জন্য কারও কাছ থেকে কোনো অনুমতি না কোনো সুরক্ষা ব্যবস্থা নেওয়া হয়নি।আর এরফলে আজ সকালে এলাকার বাসিন্দারা দেখতে পান পুকুর পাড়ের একটি বাড়ি ও একটু বড় দোকান পুকুরের দিকে হেলে পড়েছে । বিপজ্জনকভাবে ওই বাড়িটিকে দেখতে ভিড় জমে যায়। খবর পেয়েই ছুটে আসেন কানাইপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ভবেশ ঘোষ ও পঞ্চায়েতের ইঞ্জিনিয়াররা।তারা পরিস্থিতি খতিয়ে দেখার আশ্বাস দেন।

এই ঘটনায় পঞ্চায়েতের ইঞ্জিনিয়ার সজল ঘোষ বলেন, পুকুর থেকে এভাবে জল তুলে ফেলার কারণেই বাড়ি গুলোর পিছনের মাটি নরম হয়ে গিয়েই এভাবে ধ্বস নামার ঘটনা ঘটেছে।যত দ্রুত সম্ভব পুকুর পাড় ভালো ভাবে বাঁধিয়ে দিতে হবে।

দোকানের মালিক কার্তিক চন্দ্র দাস বলেন,গত কয়েকদিন ধরেই দোকানের পিছনের পুকুর থেকে জল তুলে ফেলা হচ্ছিল।আর পুকুরটাও বাঁধানো না থাকার কারণ আজ এই বিপজ্জনক পরিস্থিতি ।

ক্ষতিগ্রস্থ হওয়া বাড়ির মালিক অর্চনা বিশ্বাস বলেন, বাড়ির পিছনের পুকুর থেকে গত দুদিন ধরে জল তুলে ফেলার কাজ করছিল।আজ সকালে হঠাৎ দেখি আমার বাড়ির পিছনের অংশে বিশাল বড় ধ্বস নেমে পুকুরের দিকে বেশ কিছু অংশ চলে গেছে।তিনি এই ঘটনায় ক্ষতিপূরণ দেওয়ার অনুরোধ জানিয়েছেন।

পঞ্চায়েতের উপপ্রধান ভবেশ ঘোষ জানিয়েছেন, আমরা পঞ্চায়েত থেকে যে ব্যক্তি এই পুকুর লিজ নিয়ে কাজ করছিল তাকে ডেকে পাঠিয়েছি। যে বাড়ি আর দোকান ক্ষতিগ্রস্থ হয়েছে সেগুলো নিয়ে কি ব্যবস্থা নেওয়া যায় তা নিয়ে দ্রুত সিদ্ধান্ত নেব। গঙ্গানগরে এই বাড়ি আর দোকান হেলে পড়ার ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকায়।।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।