জাঁকিয়ে পড়বে শীত! হুড়মুড়িয়ে নামবে পারদ, কতদিনে শীত ঢুকছে বাংলায়?
| Published : Nov 16 2024, 07:03 AM IST
জাঁকিয়ে পড়বে শীত! হুড়মুড়িয়ে নামবে পারদ, কতদিনে শীত ঢুকছে বাংলায়?
Share this Photo Gallery
- FB
- TW
- Linkdin
17
আরও একটা সপ্তাহ চলবে শুষ্ক আবহাওয়া। গত ২৪ ঘণ্টায় বেশ অনেকটা কমে গিয়েছে তাপমাত্রা। ৪৮ ঘণ্টার মধ্যে আরো ২-৩ ডিগ্রি নেমে যাবে পারদ।
27
সামনের সপ্তাহে ১৮-র ঘরে নেমে যেতে পারে পারদ, এমনই জানিয়েছে আবহাওয়া দফতর।
37
বহু এলাকায় এখন থেকেই শুরু কুয়াশার দাপট। ঘন কুয়াশায় ঢেকে যাচ্ছে রাজ্যের বিভিন্ন প্রান্ত।
47
দার্জিলিং-এর তাপমাত্রা ৭ ডিগ্রি সেলসিয়াস। আগামী ৪৮ ঘণ্টায় আরও ৩ ডিগ্রি সেলসিয়াসের মতো নামতে পারে পারদ।
57
তবে এখন এইরকমই থাকবে তাপমাত্রা। ডিসেম্বরের মাঝামাঝির আগে ঠিক মতো শীত পড়বে না কলকাতায়।
67
তবে জেলায় শীত পড়বে অতি দ্রুত। বর্তমানে বিভিন্ন জেলার তাপমাত্রা পুরুলিয়া ১৪.১, শ্রীনিকেতন ১৫.৪, ঝাড়গ্রাম ১৬, আসানসোল ১৭.৬, বাঁকুড়া ১৮,
77
দার্জিলিং ৬.৮, কালিম্পং ১৪.৫, কোচবিহার ১৬.৬, আলিপুরদুয়ার ১৭.৭, জলপাইগুড়ি ১৭.৯