সংক্ষিপ্ত

গুগলে সার্চ করলেই উধাও হয়ে যাচ্ছে টাকা! এমনকী তুলে ফেলা হচ্ছে এফডিও, ভয়ঙ্কর সাইবার ক্রাইমের ফাঁদ থেকে সাবধান

ফ্রিজ কিনতে গিয়ে ১৪ লক্ষ টাকা খোয়ালেন বৃদ্ধ। ওটিপি পিন ছাড়াই বড়সড় জালিয়াতি। উধাও হয়ে গেল সেভিংস ও ফিক্সড ডিপোজিট মিলিয়ে লক্ষ লক্ষ টাকা প্রতারণার শিকার হলেন এক বৃদ্ধ। তাঁর নাম সুজিত সেন বলে জানা গিয়েছে। বেহালার বাসিন্দা তিনি। কিন্তু কী হয়েছিল তাঁর সঙ্গে?

ফ্রিজ কিনবেন বলে গুগলে সার্চ করেন তিনি। সেখানে একটি টোল ফ্রি নম্বরের খোঁজ পেয়ে বেশ কয়েকবার তাতে ফোন করেন। আর থেকেই বিপত্তির সৃষ্টি হয়। এরপর একটি অচেনা নম্বর থেকে তাঁর কাছে ফোন আসে। মোট তিনটে কোম্পানির রেফ্রিজারেটর নিয়েও কথা বলা হয়। শুধু তাই নয় ফোনেরও বেশ কয়েকটা জায়গা টাচ করতে বলা হয়।

বৃদ্ধ জানিয়েছেন, " ওরা আমার কাছে ওটিপি চাইলে আমি কিছুতেই দিতাম না, কিন্তু যে ফোন করেছিল সে ফোনের বেশ কয়েকটা জায়গায় টাচ করতে বলে যা আমি ভুলবশত করে ফেলি। তারপর থেকে আর আমার ফোন কাজ করছে না"

এরপরেই ঘটে চাঞ্চল্যকর ঘটনা। ফোন সারাতে ফোনের দোকানে গেলে সেখানে বলা হয় সিম নষ্ট হয়ে গিয়েছে। পরে নতুন সিম নেওয়ার সময় জানা যায় যে তাঁর আঁধার কার্ড লক করা। এরপর এটিএমে এ গিয়ে বৃদ্ধ দেখেন এটিএম পিনও ভুল বলছে। পরে ব্যাঙ্কে গিয়ে জানা যায়, তাঁর অ্যাকাউন্ট থেকে ৪ লক্ষ ৩৫ হাজার ১৭ টাকা তুলে নেওয়া হয়েছে। শুধু তাই নয়, তুনে নেওয়া হয়েছে তার সবকটি ফিক্সড ডিপোজিট। তবে সার্টিফিকেট ছাড়া কীভাবে এফডি তোলা গেল তা নিয়ে ব্যাঙ্কের নিরাপত্তায় প্রশ্ন উঠেছে।