সংক্ষিপ্ত

রবিবার সকালে হাওড়ার বাকসারার গেটের সামনে আচমকাই দুটি কামড়ার মাঝের কাপলিং খুলে যায়। ফলে দু'টি কামড়া নিয়ে বেরিয়ে যায় ইঞ্জিনটি।

হাওড়া থেকে রওনা হয়েই বিপত্তি। সাঁতরাগাছির কাছে একটুর জন্য বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল আপ ইস্পাত এক্সপ্রেস। রবিবার সকালে হাওড়ার বাকসারার গেটের সামনে আচমকাই দুটি কামড়ার মাঝের কাপলিং খুলে যায়। ফলে দু'টি কামড়া নিয়ে বেরিয়ে যায় ইঞ্জিনটি। সাঁতরাগাছিতে দাঁড়িয়ে যায় বাকি ইঞ্জিনগুলি। রবিবার সকালে এই দূর্ঘটনায় চরম বিপাকে পড়েন যাত্রীরা।

রেল সূত্রে জানা যাচ্ছে রবিবার সকাল ৮টা ৪৩ নাগাদ হাওড়া থেকে রওনা হয় ইস্পাত এক্সপ্রেস। কিছুদূর যাওয়ার পরই আচমকা বিকট আওয়াজ শোনা যায়। কাপলিং ভেঙে যাওয়ার জেরে হাওড়ার বাকসারার গেটের সামনে দুটি কামরা-সহ বেরিয়ে যায় ইঞ্জিন। ট্র্যাকে থেকে যায় বাকি বগিগুলি। সকাল ৯টা ৫ নাগাদ বাকসাড়া গেটের সামনে ঘটে এই দুর্ঘটনা। এরপর সেখান থেকে ৯টা ২৫ মিনিট নাগাদ সাঁতরাগাছি স্টেশনে নিয়ে যাওয়া হয় বাকি বগিগুলিকে।

রেলসূত্রে জানা যাচ্ছে ট্রেনের গতিবেগ কম থাকায় তেমন কোনও বড় বিপত্তি ঘটেনি। তবে ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়েছে যাত্রীদের মধ্যে। দীর্ঘক্ষণ সাঁতরাগাঁছিতে ইস্পাত এক্সপ্রেসের বগিগুলি দাঁড়িয়ে থাকায় ব্যহত রেল চলাচল। বগিগুলিকে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য নতুন ইঞ্জিন আনা হয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছেন রেলের আধিকারিকরা। উল্লেখ্য আজ নির্ধারিত সময়ের থেকে ২ ঘন্টা দেরিতে ছেড়েছিল।

আরও পড়ুন - 

প্রয়াত রাজ্যের প্রাক্তন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী, ৮৮ বছর বয়সে নিজ বাসভবনেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি

পঞ্চায়েত ভোটের আগে বোমাবাজিতে উত্তপ্ত নরেন্দ্রপুর, এখনও পর্যন্ত গ্রেফতার তিন

দিদির সুরক্ষা কবচ নিয়ে তৃণমূল-বিজেপির তরজা, এক সুরে মমতাকে আক্রমণ দিলীপ-শুভেন্দুর