- Home
- West Bengal
- West Bengal News
- কমে গেল ঠান্ডার তীব্রতা, ১১ জেলায় জারি কুয়াশার সতর্কতা, কবে থেকে ফের বাড়বে শীত?
কমে গেল ঠান্ডার তীব্রতা, ১১ জেলায় জারি কুয়াশার সতর্কতা, কবে থেকে ফের বাড়বে শীত?
সারা বাংলা জুড়ে চলছে শীতের দাপট, তবে আজ সামান্য বেড়েছে পারদ। আগামী কয়েকদিন উত্তরবঙ্গ-সহ রাজ্যের একাধিক জেলায় ঘন কুয়াশার সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। রবিবার থেকে তাপমাত্রা ২ ডিগ্রি বাড়ার সম্ভাবনা রয়েছে।

শীতের দাপটে কাঁপছে সারা বাংলা। শেষকদিন ধরে সর্বনিম্ন তাপমাত্রা ১০ থেকে ১২ ডিগ্রির মধ্যে ঘোরা ফেরা করছে। তবে, আজ সকাল থেকে সামান্য হলেও বদলেছে আবহাওয়া। ঠান্ডা থাকলেও পারদ সামান্য হলেও বেড়েছে বলে অনুভূত হচ্ছে সকলের। জেনে নিন আজ গোটা দিন কেমন থাকবে আবহাওয়া।
হাওয়া অফিস সূত্রে খবর, আগামী পাঁচ-সাত দিন শুষ্ক থাকবে আবহাওয়া। উত্তরবঙ্গে কুয়াশার ঘনঘটা। দুই একদিন জায়গায়ায় আজ থাকবে শীতল দিনের পরিস্থিতি। আজ দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে থাকবে ঘন কুয়াশা। দৃশ্যমানতে নামতে পারে ৫০ মিটারে।
তেমনই কলকাতা-সহ রাজ্যের সব জেলাতেই হালকা মাঝারি কুয়াশা থাকবে আগামী কয়েকদিন। আজ শুক্রবার ও শনিবার কুয়াশার পরিমাণ বেশি থাকবে। সকাল থেকে কুয়াশাচ্ছন্ন আকাশ থাকতে পারে। রবিবার থেকে কমবে কুয়াশা। এমনই জানিয়ে দিল হাওয়া অফিস।
আজ শুক্রবার এবং শনিবার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১১ ডিগ্রি সেলসিয়াসে। রবিবার থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়বে। আপাতত শৈত্য প্রবাহ ও শীতল দিনের পরিস্থিতি থাকছে বীরভূম ও পূর্ব বর্ধমান জেলাতে। শীতল দিনের পরিস্থিতি আরও ছয় জেলায়। দক্ষিণবঙ্গের হুগলি, উত্তর, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়াতে শীতল দিনের পরিস্থিতি থাকছে।
দক্ষিণবঙ্গের উত্তর ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় থাকবে ঘন কুয়াশা। কলকাতা-সহ বাকি জেলাতেও হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা আছে। এদিকে মঙ্গলবার ছিল কলকাতায় শীতলতম দিন। বুধবার সর্বনিম্ন তাপমাত্রার তেমন বদল হয়নি। আজ শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১১ ডিগ্রি। আর সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২২ ডিগ্রি।

