সংক্ষিপ্ত

এবার পালা তাঁর সম্পত্তির ব্যাপারে খুঁটিনাটি জানার। যে হলফনামা কমিশনের কাছে জমা দিয়েছেন তিনি, তাতে উঠে এসেছে বেশ কয়েকটা চমকপ্রদ তথ্য।

আগামী ২৫ মে ষষ্ঠ দফার নির্বাচনে ভোট হবে মেদিনীপুরে। তার আগে নির্বাচন কমিশনের কাছে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে হলফনামা দিলেন লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের এবারের প্রার্থী জুন মালিয়া। তৃণমূলের তারকা প্রার্থী তালিকায় বেশ ওপরের দিকেই নাম রয়েছে জুনের। রয়েছে স্বচ্ছ ভাবমূর্তিও। ফলে দল যে তাঁকে জয়ের ব্যাপারে বেশ ভরসা করে, তা বলাই বাহুল্য।

বিধায়ক থাকাকালীনই এই তারকা নেত্রীর উপর গুরু দায়িত্ব দিয়েছিল তৃণমূল। আর এবার তিনি মেদিনীপুর কেন্দ্র থেকে লড়াই করছেন। তাঁর অন্যতম প্রতিপক্ষ বিজেপির অগ্নিমিত্রা পাল। এবার পালা তাঁর সম্পত্তির ব্যাপারে খুঁটিনাটি জানার। যে হলফনামা কমিশনের কাছে জমা দিয়েছেন তিনি, তাতে উঠে এসেছে বেশ কয়েকটা চমকপ্রদ তথ্য।

জানা গিয়েছে, এই মুহূর্তে তাঁর হাতে নগদ টাকা রয়েছে ২২ হাজার ৫৩৫ টাকা। তাঁর স্বামী সৌরভের কাছে নগদ টাকা রয়েছে ২৭ হাজার ৯৫৮ টাকা। গড়িয়াহাট HSBC ব্যাঙ্কে জুনের ৩৪ লক্ষ ৫০ হাজার টাকা রয়েছে। SBI-অ্যাকাউন্টে রয়েছে ৬ লক্ষ ২২ হাজার টাকা। নির্বাচনী খরচ বাবদ সুজাগঞ্জের SBI-অ্যাকাউন্টে রয়েছে ২৬ হাজার টাকা। HDFC ব্যাঙ্কে রয়েছে ৪ লক্ষ ২৫ হাজার টাকা।

মেদিনীপুরের তারকা প্রার্থী জুন জানিয়েছেন, তাঁর নিজের কোনও গাড়ি নেই। তবে তাঁর স্বামী সৌরভের ৩৮ লক্ষ ৫৬ হাজার টাকার টয়েটা ফর্চুনেট গাড়ি রয়েছে। জুনের সোনা রয়েছে ৩ লক্ষ ৬০ হাজার ৬৮৫ টাকা। তাঁর স্থাবর সম্পত্তির মূল্য ১ কোটি ৫০ হাজার টাকা। অস্থাবর সম্পত্তির মূল্য ২ কোটি ১৯ লক্ষ ১০ হাজার ৯৯৯ টাকা।

শেয়ার বাজারেও বিনিয়োগ রয়েছে জুনের। গোদরেজ কনজুমার প্রোডাক্ট ১১ লক্ষ ৯ হাজার ৯৭০ টাকা বিনিয়োগ রয়েছে। জুনের স্বামী সৌরভ বিনিয়োগ করেছেন হাই লাইফ ইভেন্ট ম্যানেজমেন্টের শেয়ারে। পাশাপাশি মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ রয়েছে তাঁর। HDFC-তে ২১ লক্ষ, ১০ লক্ষ ৫০ হাজার, ৯ লক্ষ, ৭ লক্ষ এবং ১৪ লক্ষ টাকার টাকার জীবন বিমা রয়েছে জুনের। আদিত্য বিড়লা, TATA AIG, HSBC-তে যথাক্রমে ৫ লক্ষ, ১২ লক্ষ এবং ৮ লক্ষ টাকার বিমা রয়েছে। জুনের স্বামী সৌরভের HDFC-তে ১৬ লক্ষ ৪১ হাজার এবং ৪০ লক্ষ টাকার বিমা রয়েছে। আদিত্য বিড়লায় ২০ লক্ষ টাকার বিমা , TATA AIG-তে ১৭ লক্ষ, ১৫ লক্ষ, ৩১ হাজার এবং ১ লক্ষ ৫০ হাজার টাকার বিমা রয়েছে তাঁর। ১০ লক্ষ ৫৪ হাজার টাকার PPF রয়েছে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।