সংক্ষিপ্ত

মঙ্গলবার বঙ্গ বিজেপির তরফে আয়োজিত হয়েছে গঙ্গা আরতি করার কর্মসূচি। সেই কাজের জন্য অনুমতি চাওয়া হলেও কলকাতা পুলিশ তা নাকচ করে দিয়েছে বলে গেরুয়া শিবিরের অভিযোগ।

রাজ্যে আসন্ন পঞ্চায়েত ভোট। ভারতের বিভিন্ন রাজ্যে নির্বাচন উপলক্ষে ঘুঁটি সাজাতে শুরু করে দিয়েছে বিজেপি, পশ্চিমবঙ্গেও তার অন্যথা নেই। বিভিন্ন ধরনের দলীয় কর্মসূচির মতো বাংলার আয়োজিত হয়েছে গঙ্গা আরতি করার কর্মসূচি। কিন্তু, এই কর্মসূচিতেই বাধ সেধেছে কলকাতা পুলিশ। বিজেপির এই কাজের জন্য পুলিশের অনুমতি চাওয়া হলেও প্রশাসনের পক্ষ থেকে সেই আবেদন একেবারে নাকচ করে দেওয়া হয়েছে বলে ক্ষুব্ধ গেরুয়া শিবির।

বঙ্গ বিজেপির গঙ্গা আরতি কর্মসূচিতে আপত্তি তুলেছে পুলিশ। ১০ জানুয়ারি, মঙ্গলবার বাবুঘাটের কাছে বাজা কদমতলা ঘাটে পদ্ম শিবিরের তরফে একটি গঙ্গা আরতি কর্মসূচির আয়োজন করা হয়েছে। কিন্তু সেই কর্মসূচিতে অনুমতি দেয়নি শহরের প্রশাসন। পুলিশের তরফে জানানো হয়েছে, গঙ্গাসাগর মেলা উপলক্ষে জন্য ইতিমধ্যেই বহু পুণ্যার্থী বাবুঘাট অঞ্চলে ভিড় জমাতে শুরু করে দিয়েছেন। মঙ্গলবারও এই এলাকায় বহু পুণ্যার্থীর জমায়েত হওয়ার সম্ভাবনা রয়েছে। এমন অবস্থায় এখানে বিজেপির কর্মসূচি আয়োজিত হলে ব্যাপক যানজট সৃষ্টি হবে এবং এক্ষেত্রে পুণ্যার্থীরা সমস্যায় পড়তে পারেন। গঙ্গাসাগর মেলা ছাড়াও জি-২০-র আন্তর্জাতিক বৈঠক চলছে কলকাতায়। এই সব যুক্তি দেখিয়ে পুলিশের তরফে অনুরোধ করা হয়েছে, গঙ্গাসাগর মেলা শেষ হওয়ার পর যেন নতুনভাবে এই কর্মসূচির অনুমতির জন্য আবেদন করা হয়।

পুলিশের এইরূপ ব্যবহারে তীব্র ক্ষুব্ধ বিজেপি। দলের মুখপাত্র শমীক ভট্টাচার্য এর কড়া প্রতিবাদ জানিয়ে বলেছেন, “এতদিন পর্যন্ত বালিঘাট, কয়লা খাদান, পাথর খাদানের দখলদারি ছিল। এখন মা গঙ্গারও দখল নিয়ে নিল তৃণমূল।” বিজেপির অভিযোগ, যেহেতু রাজ্য সরকার ঘোষণা করে দিয়েছে যে, তারাই গঙ্গা আরতি করবে, সেই কারণেই বিজেপিকে আরতি করতে বাধা দেওয়া হচ্ছে। শমীক ভট্টাচার্য বলেন, গঙ্গাদূষণ রোধে মানুষকে যদি আরও বেশি করে সচেতন করা যেত, তাহলে কী এমন অসুবিধে হত!

তবে, দলের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে, পুলিশের অনুমতি না থাকলেও মঙ্গলবার গঙ্গা আরতির আয়োজন করা হবেই। নির্দিষ্ট সময়ে বেনারস থেকে আসা পুরোহিতের উপস্থিতিতে শান্তিপূর্ণভাবে গঙ্গা আরতি কর্মসূচির আয়োজন করা হয়েছে। পুলিশি আপত্তির কড়া প্রতিবাদ জানিয়েছেন বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারও। তাঁর বক্তব্য, পুলিশ উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই কাজ করছে। তিনি জানিয়ে দিয়েছেন, “আমি যাব। গঙ্গা আরতিও করব। এই কর্মসূচি অবশ্যই হবে।”

আরও পড়ুন-
মিঠুন চক্রবর্তীর ঘনিষ্ঠতায় ‘আবাস দুর্নীতি’-র বিরুদ্ধে সরব দেব, প্রতিবাদ করলেন ‘বন্দে ভারত’-এ ঢিল ছোড়ারও
বাণিজ্যিক গাড়িতে ভিএলটিডি যন্ত্র বসাতেও ‘কাটমানি খাবে’ রাজ্য সরকার: চাঞ্চল্যকর অভিযোগ শুভেন্দু অধিকারীর