- Home
- West Bengal
- West Bengal News
- Lakshmir Bhandar: বিরাট পদক্ষেপ মমতা সরকারের! জুলাই থেকেই কি বাড়ছে লক্ষ্মীর ভাণ্ডার ভাতা?
Lakshmir Bhandar: বিরাট পদক্ষেপ মমতা সরকারের! জুলাই থেকেই কি বাড়ছে লক্ষ্মীর ভাণ্ডার ভাতা?
Lakshmir Bhandar: মমতা সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আওতায় ২৫ থেকে ৬০ বছর বয়সী মহিলারা আর্থিক সাহায্য পেয়ে থাকেন। খবর রটেছে, এই ভাতার পরিমাণ বাড়তে পারে। সাধারণ জাতির মহিলারা ১৫০০ টাকা এবং তপশিলি জাতির মহিলারা ১৮০০ টাকা পেতে পারেন।

মমতা সরকার ক্ষমতায় আসার পর থেকে সাধারণ মানুষের জন্য একের পর এক পদক্ষেপ নিয়েছে। সাধারণকে দেওয়া হচ্ছে আর্থিক সাহায্য।
প্রতি মাসে বিভিন্ন প্রকল্পের দ্বারা আর্থিক সাহায্য দেওয়া হচ্ছে রাজ্যবাসীকে। রাজ্যবাসীর অ্যাকাউন্টে ঢোকে মোটা টাকা।
বর্তমানে রাজ্য বিভিন্ন প্রকল্প চালু আছে। সেই তালিকায় আছে কন্যাশ্রী, রূপশ্রী, শিক্ষাশ্রী, বিধবা ভাতা থেকে শুরু করে লক্ষ্মীর ভাণ্ডারের মতো প্রকল্প।
মমতা সরকারের বিভিন্ন প্রকল্পের মধ্যে অন্যতম লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। ২৫ থেকে ৬০ বছর বয়সী মহিলারা পেয়ে থাকেন এই ভাতা।
রাজ্যের সাধারণ জাতির মহিলারা ১০০০ টাকা এবং তপশিলি জাতির মহিলারা ১২০০ টাকা পেয়ে থাকেন।
এবার শোনা যাচ্ছে বাড়বে এই ভাতা। এক ধাক্কায় ৫০০ থেকে ৬০০ টাকা করে বাড়তে পারে ভাতা। যা শীঘ্রই ঘোষণা করবে সরকার।
এবার থেকে রাজ্যের সাধারণ জাতির মহিলারা ১৫০০ টাকা এবং তপশিলি জাতির মহিলারা ১৮০০ টাকা করে পেতে চলেছেন বলে খবর।
শোনা যাচ্ছে, জুলাই মাস থেকেই বাড়তে পারে ভাতা। তবে, আপাতত মেলেনি কোনও নিশ্চিত খবর।
সব ঠিক থাকলে শীঘ্রই লক্ষ্মীর ভাণ্ডার ভাতা বাড়াবে মমতা সরকার।
কদিন আগে এই ভাতা নিয়েও তিনি বিশেষ ঘোষণা করেছিলেন। তিনি জানান, এই ভাতা সারা জীবন চলবে। তা মেয়েদের সম্মান।

-1684244824610.jpg)