বৃহস্পতিবারই শেষ এসআইআর ফর্ম ফিলাপের সময়সীমা, রাজ্যে ভুয়ো ভোটার কত?
WB SIR Update News: রাজ্যজুড়ে চলছে শেষ মুহুর্তের এসআইআর বা ভোটার তালিকা নিবিড় সমীক্ষার কাজ। কতদূর এগোল কাজকর্ম? বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…

শেষ মুহুর্তে এসআইআর-এর কাজ
ফর্ম ফিলআপ ও সংগ্রহের শেষ দিন ১১ ডিসেম্বর, বৃহস্পতিবার। নির্ধারিত সময়সীমার আগে শেষ মুহূর্তের কাজ চলছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক দফতরে। ডিজিটাইজ়েশন প্রক্রিয়া প্রায় সম্পূর্ণ হলেও সেল্ফ ম্যাপিং ও প্রোজেনি ম্যাপিংয়ের হার নিয়ে বাড়ছে উদ্বেগ। বিশেষ করে সীমান্তবর্তী জেলাগুলিতেই এই ফারাক সবচেয়ে প্রকট বলে জানাচ্ছে কমিশন।
এসআইআর-এর কাজের শেষ তারিখ
তথ্য অনুযায়ী, রাজ্যে প্রোজেনি ম্যাপিং হয়েছে ৩৮,৪৮,৫১৬৬ জনের— যা মোটের ৫০.২২ শতাংশ। বিপরীতে সেল্ফ ম্যাপিং হয়েছে ২৯,৩৫,২৮৯৩ জনের, অর্থাৎ মাত্র ৩৮.৩ শতাংশ। এই বৈষম্যের কারণ খতিয়ে দেখতে ইতিমধ্যেই রাজ্যের নতুন স্পেশাল রোল অবজ়ারভারদের বিশেষভাবে নজর দিতে নির্দেশ দিয়েছেন রাজ্যের CEO মনোজকুমার আগরওয়াল।
কি এই প্রোজেনি ম্যাপিং? কেন বাড়ছে উদ্বেগ
২০০২–এর ভোটার তালিকার সঙ্গে নিজের বা বাবা–মায়ের লিঙ্কেজ দেখাতে না পারলে, দাদা–দাদি বা ঠাকুরদা–ঠাকুমার সঙ্গে লিঙ্কেজ দেখানোর সুযোগ দেয় প্রোজেনি ম্যাপিং প্রক্রিয়া। সীমান্তবর্তী জেলাগুলিতে এই প্রোজেনি ভোটারদের সংখ্যা যে হারে বাড়ছে, তা কমিশনের দুশ্চিন্তা আরও বাড়াচ্ছে। কমিশনের একাংশের মতে, অনুপ্রবেশ ঘটলে প্রোজেনি ম্যাপিংয়ের হার অস্বাভাবিকভাবে বাড়তে পারে। পাশাপাশি, পিতা–পুত্র বা প্রপিতামহের বয়সের বৈষম্য নিয়েও মাথাব্যথা রয়েছে কমিশনের।
নো–ম্যাপিংয়ে শীর্ষে কলকাতা
কমিশন সূত্রে খবর, নো–ম্যাপিং এর তালিকায় রাজ্যের মধ্যে শীর্ষে কলকাতা। কলকাতার বিভিন্ন বিধানসভা কেন্দ্র অনুযায়ী চিত্রটি এমন—
রাসবিহারী: নো–ম্যাপিং ১৩%
ভবানীপুর: ১২%
কলকাতা বন্দর: ১১%
বালিগঞ্জ: ১০%
শুধু জোড়াসাঁকো কেন্দ্রেই নিখোঁজ, মৃত ও স্থানান্তরিত ভোটারের সংখ্যা ৭৩ হাজার বলে জানাচ্ছে কমিশন।
জেলা স্তরে উত্তর ২৪ পরগনায় নো–ম্যাপিংয়ের হার ৮.৫% এবং দক্ষিণ ২৪ পরগনায় ৩.২%।
রাজ্যে মৃত ভোটারের সংখ্যা কত?
৫৭ লক্ষের বেশি Uncollectable Form
SIR–এর প্রথম পর্যায় শেষ হওয়ার আগে রাজ্যের হাতে এসেছে মোট ৫৭,৫২,২০৭টি ‘Uncollectable Form’। শ্রেণিবিন্যাস অনুযায়ী—
মৃত ভোটার: ২৪,১৪,৭৫০
নিখোঁজ ভোটার: ১১,৫৭,৮৮৯
ডুপ্লিকেট ভোটার: ১,৩৫,৬২৭
স্থানান্তরিত ভোটার: ১৯,৮৯,৯১৪
অন্যান্য: ৫৪,০২৭

