Hooghly News: একাকি আবাসনে বৃদ্ধের রহস্যমৃত্যু। মৃত্যুর কারণ নিয়ে বাড়ছে জল্পনা। কোথায় ঘটল এই ঘটনা? বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…
Hooghly News: আবাসনের দরজা ভেঙে উদ্ধার বৃদ্ধের দেহ। একা থাকতেন চুঁচুড়ার ফ্ল্যাটে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চুঁচুড়ার ১৮ নম্বর ওয়ার্ডের মনিকোঠার একটি আবাসনে একাই থাকতেন বছর ৭৫ এর বৃদ্ধ অমল চক্রবর্তী। তিনি অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী ছিলেন। তার স্ত্রী প্রয়াত হয়েছে কয়েক বছর আগে। নিঃসন্তান ছিলেন বৃদ্ধ। তার কয়েকজন আত্মীয় চুঁচুড়াতেই থাকেন।
ঠিক কী ঘটেছে?
প্রতিদিনের মতো নির্দিষ্ট সময়ে তাঁর ফ্ল্যাটে খবরের কাগজ দিতে আসেন সংবাদপত্র বিক্রেতা। অন্যান্য দিন বেল বাজালে অমল বাবু দরজা খুলে কাগজ নিতেন। কিন্তু আজ একাধিকবার বেল বাজানোর পরও কোনও সাড়া না পাওয়ায় সংবাদপত্র বিক্রেতা পাশের ফ্ল্যাটের বাসিন্দাদের ডাকেন এবং ঘটনাটি জানান। প্রতিবেশীরাও একাধিকবার ডাকাডাকি করায় বৃদ্ধের কোনও সারা শব্দ পাননি। অবশেষে তাঁরা পুলিশকে খবর দেন।
অমল চক্রবর্তীর একমাত্র ভাইপো তাকেও ফোন করে পুরো ঘটনার কথা জানানো হয়। ঘটনাস্থলে পৌঁছায় চুঁচুড়া থানার পুলিশ। দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে দেখে বৃদ্ধ বিছানার উপর অচৈতন্য অবস্থায় পড়ে আছেন।তার মুখ দিয়ে গ্যাঁজলা বেরোচ্ছে। পুলিশের সহায়তায় তৎক্ষণাৎ তাকে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। কি ভাবে মৃত্যু জানতে দেহের ময়না তদন্ত করা হবে বলে জানিয়েছে পুলিশ।
অন্যদিকে, সন্দেশখালির বয়ারমারি এলাকায় বাসন্তী রোডের উপরে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত দুই। প্রথমে আশঙ্কাজনক অবস্থায় কলকাতা একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়েছিল। তারপর মৃত্যু হয়। উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার ন্যাজাট থানার বয়ারমারি এলাকার ঘটনা। একটি চার চাকা গাড়ি বাসন্তী রোড ধরে যাওয়ার সময় উল্টো দিক দিয়ে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুজনের । আরো একজন এর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রথমে মিনাখাঁ হাসপাতাল তারপরে কলকাতায় স্থানান্তরিত করেছে
দুর্ঘটনায় মৃত্যু নিয়ে বাড়ছে রহস্য। সূত্রের খবর ২০২২ সালে শেখ শাহজাহানের সঙ্গে ব্যবসায়ী ভোলা ঘোষের মাছের ব্যাবসা নিয়ে প্রায় কুড়ি লক্ষ টাকার চেক দিয়েছিল ভোলা ঘোষ। চেক বাউন্স হয়ে যাওয়ার পরে বসিরহাট মহকুমা আদালতে শেখ শাহজাহান মামলা করেন ব্যবসায়ী ভোলা, সেই মামলায় আজ বসিরহাট মহকুমা আদালতে হেয়ারিং এর জন্য আসার কথা ছিল ভোলার আসার কথা ছিল, ভোলা ঘোষ তার ছেলে সত্যজিৎ ঘোষ এবং ওর চালক শাহানুর মোল্লা। বসিরহাট মহকুমা আদালতের দিকে রওনা দিয়েছিলেন সেই সময় বাসন্তী হাইওয়ের বয়ারমারি এলাকায় মালঞ্চ থেকে ধামাখালীর দিকে খালি ট্রাক যাচ্ছিল সেই সময় তাঁদের চার চাকা গাড়িতে মারে ঘটনাস্থলেই মৃত্যু হয় ভোলা ঘোষের ছেলে সত্যজিৎ ঘোষ গাড়ির চালক সাহানুর মোল্লা।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


