- Home
- West Bengal
- West Bengal News
- জোড়া ঘূর্ণাবর্ত, কলকাতা-সহ দক্ষিণের নয় জেলায় বৃষ্টির সতর্কতা, বইবে দমকা হাওয়া
জোড়া ঘূর্ণাবর্ত, কলকাতা-সহ দক্ষিণের নয় জেলায় বৃষ্টির সতর্কতা, বইবে দমকা হাওয়া
দক্ষিণ বাংলাদেশ ও সংলগ্ন এলাকার ওপর ঘূর্ণাবর্তের জেরে পশ্চিমবঙ্গে এখনই বর্ষা বিদায় নিচ্ছে না। কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি ও দমকা হাওয়ার পূর্বাভাস রয়েছে, কয়েকটি জেলায় জারি হয়েছে হলুদ সতর্কতা।

দীর্ঘদিন ধরে চলতে থাকা বৃষ্টি থেকে আপাতত মিলছে না মুক্তি। এবার আবহাওয়ার নিয়ে বিরাট আপডেট এল সামনে। আবহাওয়া দফতরের দেওয়া তথ্য অনুসারে, এখনই বিদায় নিচ্ছে না বর্ষা। আজও চলবে বৃষ্টি। তবে, উত্তরবঙ্গে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। ভারী বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণেও।
আলিপুর হাওয়া অফিস সূত্রে খবর, দক্ষিণ বাংলাদেশ এবং সংলগ্ন এলাকার ওপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে। উত্তর ওড়িশাতে রয়েছে এই ঘূর্ণাবর্ত। যা দুর্বল হয়েছে। এর জেলে চলবে বিক্ষিপ্ত বৃষ্টি।
আজ শুক্রবার, কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে বৃষ্টির সম্ভাবনা বেশি। হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ঘন্টায় ৩০ থেকে ৪০ কিমি গতিতে বইবে দমকা হাওয়া। আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১ ডিগ্রি আর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে।
শনিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আছে। বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায়। বৃষ্টির সঙ্গে দমকা হাওয়া হইবে। এই জেলাতে জারি আছে হলুদ সতর্কতা। সব মিলিয়ে এখনও চলবে বৃষ্টি। আপাতত মিলছে না রেহাই।
উত্তরবঙ্গে নেই ভারী বৃষ্টির সম্ভাবনা। তবে আট জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। উত্তরবঙ্গে বৃষ্টি চলবে আগামী বধবার পর্যন্ত। ফলে সপ্তাহান্তে বিক্ষিপ্ত বৃষ্টি হবে।

