- Home
- West Bengal
- West Bengal News
- মুষলধারায় বৃষ্টি নিয়ে স্থলভাগে প্রবেশ করল গভীর নিম্নচাপ, উত্তাল সমুদ্রে সতর্কতা জারি
মুষলধারায় বৃষ্টি নিয়ে স্থলভাগে প্রবেশ করল গভীর নিম্নচাপ, উত্তাল সমুদ্রে সতর্কতা জারি
Low pressure update: স্থলভাগে ঢুকে পড়েছে নিম্নচাপ। কয়েক ঘণ্টায় আরও কিছুটা অগ্রসর হয়েছে। আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যবর্তী উপকূল দিয়েছি বৃহস্পতিবার বেলায় নিম্নচাপ ঢুকেছে স্থলভাগে।

নিম্নচাপ
স্থলভাগে ঢুকে পড়েছে নিম্নচাপ। কয়েক ঘণ্টায় আরও কিছুটা অগ্রসর হয়েছে। আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যবর্তী উপকূল দিয়েছি বৃহস্পতিবার বেলায় নিম্নচাপ ঢুকেছে স্থলভাগে।
বৃষ্টি
প্রবেশস্থল ছিল রায়দিঘির কাছে ক্যানিং থেকে মাত্র ৪০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিম। যার কারণে উত্তর ও দক্ষিণবঙ্গে জেলাগুলিতে প্রবল বষ্টি হচ্ছে।
মৎস্যজীবীদের সতর্কতা
সমুদ্র উত্তাল। আর সেই কারণে আপাতত মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা বয়েছে। উপকূলে জারি করা হয়েছে লাল সতর্কতা।
নিম্নচাপের গতিপথ
পশ্চিমবঙ্গের উত্তর-উত্তর পূর্ব দিকে এগিয়ে যাবে নিম্নচাপ। স্থলভাগে ধীরে ধীরে শক্তি হারাবে।
ঝড়ের সতর্কতা
উত্তর বঙ্গোপসাগর ও সংলগ্ন পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূল অঞ্চলে ঘণ্টায় ৫০-৬০ কিলোমিটার বেগে ঝড়ের সতর্কতা জারি হয়েছে। দমকা হাওয়ার গতিবেগ থাকবে ৭০ কিলোমিটার। শুক্রবার কিছুটা কমবে ঝড়ের গতি। থাকতে পারে ঘণ্টার ৪০।
নিম্নচাপের জেরে বৃষ্টি
নিম্নচাপের কারণে বৃহস্পতিবার থেকেই দক্ষিণবঙ্গ ও গাঙ্গেয় উপত্যকার জেলাগুলিতে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দুই ২৪ পরগনা , নদিয়া ও মুর্শিদাবাদে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
ভারী বৃষ্টি
কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরেও ভারী বৃষ্টি হতে পাারে। সংশ্লিষ্ট জেলাগুলিতে কোথাওয় কোথাও ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
শুক্রবারও ভারী বৃষ্টি
শুক্রবারও ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে। তবে কলকাতায় শুক্রবার আলাদা করে কোনও সতর্কতা জারি করা হয়নি। সে দিন দুই ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদে ভারী বৃষ্টি হতে পারে।
দুর্যোগ কমবে না
শুক্রবার থেকে বৃষ্টি কিছুটা কমলেও দুর্যোগ কমবে না।
উত্তরবঙ্গে বৃষ্টি
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এবং কালিম্পঙে শনিবার পর্যন্ত টানা ঝড়বৃষ্টি চলবে। দার্জিলিং এবং কালিম্পঙে ভারী বৃষ্টি হতে পারে রবিবারও।
