সংক্ষিপ্ত
ফের একবার ট্রেন বিভ্রাটের আশঙ্কা। এবার শিয়ালদহ উত্তর-দক্ষিণ শাখায় মেরামতির জন্য ব্যাহত হবে রেল পরিষেবা।
ফের একবার ট্রেন বিভ্রাটের আশঙ্কা। এবার শিয়ালদহ উত্তর-দক্ষিণ শাখায় মেরামতির জন্য ব্যাহত হবে রেল পরিষেবা।
আবারও শিয়ালদহ ডিভিশনে ট্রেন বিভ্রাটের আশঙ্কা। আগামী শনিবার রাত থেকে রবিবার সকাল পর্যন্ত ‘পাওয়ার ব্লক’ থাকবে ডানকুনি এবং ডায়মন্ড হারবার শাখায়। তার জেরেই কয়েকটি লোকাল ট্রেন বাতিল করতে চলেছে পূর্ব রেল। শুধু তাই নয়, সেইসঙ্গে কয়েকটি এক্সপ্রেস ট্রেনেরও গতিপথ সংক্ষিপ্ত করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
পূর্ব রেলের তরফে জানানো হয়েছে যে, দমদম এবং বরানগর স্টেশনের মাঝে একটি সেতু মেরামতির কাজ চলবে। সেই মেরামতির কাজের জন্যই মূলত দমদম এবং বরানগর আপ লাইনে শনিবার রাত ১০.৩০ মিনিট থেকে রবিবার সকাল ৬.৩০ মিনিট পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ থাকবে। ওই অংশে ট্রাফিক ব্লক করার সিদ্ধান্ত নিয়েছেন তারা।
এছাড়াও দমদম এবং বেলঘরিয়া শাখায় আপ ও ডাউন লাইনে শনিবার রাত ১১.৪০ মিনিট থেকে রবিবার ভোর ৫.৪০ মিনিট পর্যন্ত ট্রেন চলাচল নিয়ন্ত্রিত করা হবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। তাদের কথায়, শনিবার রাতে শেষ শিয়ালদহ-ডানকুনি লোকাল এবং ডানকুনি-শিয়ালদহ লোকাল বাতিল থাকবে। অন্যদিকে, রবিবার সকালেও ওই লোকাল ট্রেনগুলি বাতিল করেছে রেল।
সেইসঙ্গে, কয়েকটি এক্সপ্রেস ট্রেনের রুট পরিবর্তন করার কথাও জানিয়েছে তারা। যেমন কলকাতা-সীতামারী, শিয়ালদহ-আজমের, পদাতিক এক্সপ্রেস এবং শিয়ালদহ-জয়নগর স্পেশাল ডানকুনির পরিবর্তে নৈহাটি-ব্যান্ডেল দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে রেল।
ওদিকে শিয়ালদহ দক্ষিণের ডায়মন্ড হারবার শাখায় ওভারহেড মেরামতির জন্য শনিবার মধ্যরাত থেকে রবিবার ভোর পর্যন্ত তিন ঘণ্টা ট্রাফিক এবং পাওয়ার ব্লক থাকবে। দেউলা এবং ডায়মন্ড হারবারের মধ্যে কাজ হবে বলে জানিয়েছে পূর্ব রেল। এই মেরামতির কাজের জন্য অবশ্য কোনও লোকাল ট্রেন বাতিল করা হয়নি। কিন্তু শনিবারের শেষ ডায়মন্ড হারবার লোকালটি মগরাহাট স্টেশন পর্যন্ত যাবে। পরের দিন ভোরে আবার সেই মগরাহাট থেকেই শিয়ালদহের দিকে রওনা দেবে ট্রেনটি।
পূর্ব রেল এও জানিয়েছে যে, আগামী জুলাই মাসের ২১ তারিখ পর্যন্ত প্রতি শনি এবং রবিতে এই মেরামতির কাজ চলবে।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।