সংক্ষিপ্ত

সন্দেশখালি ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায় ও অমিত শাহ একে অপরকে নিশানা করেছেন। পাশাপাশি দুর্নীতি সহ একাধিক ইস্যুতে সরব হয়েছে।

 

লোকসভা নির্বাচন বড় ইস্যু সন্দেশখালি। একই দিনে দুটি ভিন্ন জনসভা থেকে সন্দেশখালি ইস্যুতে সরব হলেন বিজেপি নেতা অমিত শাহ ও তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্য়ায়। অমিত শাহ সন্দেশখালির স্টিং অপারেশন নিয়ে যেমন সরব হয়েছে। পাল্টা তৃণমূল নেত্রী বলেছেন সন্দেশখালির ঘটনা সাজান তা প্রমাণ হয়েছে।

লোকসভা নির্বাচনের প্রচারে কৃষ্ণনগরে এসেছিলেন অমিত শাহ। সেখানেই তিনি সন্দেশখালি থেকে শুরু করে রাজ্যের দুর্নীতি নিয়ে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সরকারকে বিঁধলেন। এদিন তিনি বলেন, 'সন্দেশখালির শেখ শাহজাহান নির্দোষ কিনা সেটা আগে বলুক মমতা বন্দ্যোপাধ্যায়। উনি আগে বাংলার মানুষের এই প্রশ্নের উত্তর দিন।' 'সন্দেশখালিতে তৃণমূলের নেতারা ধর্মের ভিত্তিতে মা - বোনেদের ওপর অত্যাচার করেছেন। মুখ্যমন্ত্রী মমতা দোষীদের ধরেন না। হাইকোর্ট সিবিআইয়ের হাতে তদন্তভার তুলে দিয়েছে।' তবে অমিত শাহ রাজ্যের দুর্নীতি নিয়ে তৃণমূলকে একহাত নেন। তিনি বলেন রাজ্যে দুর্নীতি একটি বড় ইস্যু। এখানে ৫১ টাকার দুর্নীতি ধরা পড়েছে। মমতা বন্দ্যোপাধ্য়ায়কে বাংলা থেকে বিদায় নিতে হবে বলেও মন্তব্য করেন অমিত শাহ।

ঘাটালে দেবের প্রতিপক্ষ বিজেপির হিরণ কোটিপতি, কিন্তু মাথার ওপর রয়েছে কোটি টাকার দেনার চাপ

অন্যদিকে পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায় সন্দেশখালি ইস্যুতে সরব হয়েছেন। ভোট প্রচারে তিনি বীরভূম বর্ধমান দুর্গাপুরে সভা করেন। সেখান থেকেই সন্দেশখালি ইস্যুতে তোপ দাগেন মমতা। মমতা বলেন, 'সন্দেশখালিতে কীভাবে প্ল্যান করে মেয়েদের অসম্মান করেছে। দেখেছেন তো? ওরা জানে না মেয়েদের কাছে টাকাটা বড় কথা নয়, তাদের কাছে আত্মসম্মান, মেয়েদের গরিমা - এটার সম্মান অনেক বেশি। নির্বাচনে জিততে ব্লু প্রিন্ট তৈরি করেছে। বেশি চক্রান্ত কোনো না এক দিন ফাঁস হবেই। ' মমতা এদিন স্পষ্ট করে বলে দেন জোড়া ফুলই রক্ষা করবে। বিজেপির কাছে রাজ্যের মানুষকে আত্মসমর্পণ না করতেও আহ্বান জানিয়েছেন। মমতা বলেছেন, সিএএ, এনআরসি , ইউনিফর্ম সিভিল কোড করতে দেবেন না। তিনি এগুলি আটকাবেন বলেও জোর দিয়েছেন।

Narendra Modi: অযোধ্যার রাম মন্দিরে বিশেষ পুজো নরেন্দ্র মোদীর, সঙ্গে যোগী আদিত্যনাথ

ডিজাইনার রাজনীতিবীদ অগ্নিমিত্রা পল কোটি টাকার মালিক, কিন্তু হিসেব নেই স্বামীর সম্পত্তির