সংক্ষিপ্ত

মঙ্গলবার জয়নগরের প্রশাসনিক সভায় যোগ দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সেই সভাতেই প্রকাশ্যে জয়নগরের মোয়ার প্রশংসা করেন।

 

জয়নগরে তৈরি হবে মোয়া হাব। প্রশাসনিক সভা থেকে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সুন্দরবনের মধু জিআই তকমা পাওয়ার জন্য স্থানীয়দের ধন্যবাদও জানিয়েছেন। তিনি বলেন আগেই সুন্দরবনের মধু ও সুন্দরবনের পণ্যের নাম তিনি সুন্দরিনী রেখেছিলেন। তিনি আশা প্রকাশ করেছেন, আগামী দিনে জয়নগরের মোয়ার মতই সুন্দরবনের মধুও একদিন জনপ্রিয় হবে।

মঙ্গলবার জয়নগরের প্রশাসনিক সভায় যোগ দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সেই সভাতেই প্রকাশ্যে জয়নগরের মোয়ার প্রশংসা করেন। তিনি বলেন, তাঁকে স্থানীয় নেতারা মোয়া পাঠান। কিন্তু মোটা হয়ে যাওয়ার ভয় তিনি মোয়া খান না। অন্যদের দিয়ে দেন বলেও জানিয়েছেন। তিনি জানিয়েছেন বারুইপুরের ফলও তাঁর কাছে যায়। মমতা আরও জানিয়েছেন, সকালে চা আর সামান্য খাবার খান। তারপর একদম রাতে খাবার খান।

Arjuna Award: অর্জুন সম্মান পেয়ে গর্বিত মহম্মদ শামি, রইল বাকি পুরস্কার প্রাপকদের তালিকা

মমতা এদিন বলেন, জয়নগরে একটা মোয়ার হাব তৈরি করতে চান তিনি। খরচ হবে প্রায় আড়াই কোটি টাকা। এরফলে যত মোয়া সবই একজায়গা থেকে পাওযা যাবে। জায়গা থেকে বিখ্যাত পণ্যগুলিকে ভৌগলিক ভাবে চিহ্নিতকরণকে জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন বা জিআই বলে। এটির আওতায় মেধাস্বত্তব হাতে আসে। ফলে কারিগরদের ঠকনো যায় না।

Lok Sabha election 2024: লোকসভা ভোটে আসন রফা নিয়ে এই রাজ্যে জট অব্যাহত, কংগ্রেসের দরজা খুলছে দিল্লিতে

অন্যদিকে জয়নগরের সরকারি অনুষ্ঠান থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় এদিন সরাসরি কেন্দ্রকে আক্রমণ করেন। তিনি বলেন, ভোটের আগে গিমিক তৈরির করার জন্য রাম মন্দিরকে ইস্যু করা হয়েছে। তিনি আরও বলেন, 'ধর্ম যার যার নিজের উৎসব কিন্তু সকলের।' তিনি আরও বলেন, আমি সেই উৎসবেই বিশ্বাস করি যে উৎসবসকলে নিয়ে চলে। তিনি আরও বলেন তিনি সকলকে একত্র করার পক্ষেই সওয়াল করেন।

Lakshadweep: লাক্ষাদ্বীপ নিয়ে বিতর্কের মধ্যেই টাটা গ্রুপের বড় সিদ্ধান্ত, ২টি দ্বীপে বিলাসবহুল রিসর্ট তৈরির পরিকল্পনা