- Home
- West Bengal
- West Bengal News
- ফের বাড়ল রাজ্য সরকারি কর্মীদের বেতন! ডিসেম্বরে এক সঙ্গে ঢুকবে তিন মাসের টাকা? দারুণ খবর দিল নবান্ন
ফের বাড়ল রাজ্য সরকারি কর্মীদের বেতন! ডিসেম্বরে এক সঙ্গে ঢুকবে তিন মাসের টাকা? দারুণ খবর দিল নবান্ন
আবার বাড়ল রাজ্য সরকারি কর্মীদের বেতন! ডিসেম্বরে এক সঙ্গে ঢুকবে তিন মাসের টাকা? দারুণ খবর দিল নবান্ন
| Published : Nov 06 2024, 11:29 AM IST
- FB
- TW
- Linkdin
কেন্দ্রীয় হারে মহার্ঘ্য ভাতার দাবিতে বহুদিন ধরেই আন্দোলন চালাচ্ছিলেন রাজ্য় সরকারি কর্মচারীরা। এবার সেই আন্দোলনের জেরে টাকা বাড়াল রাজ্য সরকার।
সম্প্রতি ৩ শতাংশ ভাতা বাড়িয়েছে কেন্দ্রীয় সরকার। এবার কেন্দ্রের মতোই মহার্ঘ্য ভাতা বাড়াল রাজ্য সরকার।
এবার কেন্দ্রের মতোই ৩ শতাংশ ডিএ বাড়াল মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য সরকারি কর্মীদের মনে খুশির আমেজ।
পাশাপাশি বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ারও কথা হয়েছে। তবে এরিয়ারের টাকায় কিছু বদল এসেছে।
এবার আর চারটি কিস্তিতে বকেয়া ডিএ দেবে রাজ্য সরকার। এমনই জানানো হয়েছে নবান্নের তরফে।
মূলত সপ্তম বেতন কমিশনের আওতায় ৫০ শতাংশ হারে ডিএ পেতেন রাজ্য সরকারি কর্মীরা। এবার ৩ শতাংশ বৃদ্ধি করে তা ৫৩ শতাংশে দাঁড়াল। ২০২৪এর জুলাই থেকে কার্যকর হবে এই ভাতা।
অন্যদিকে জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবরের ডিএ-র টাকা এরিয়ার হিসাবে মোট চারটি কিস্তিতে প্রদান করার কথা ঘোষণা করেছে রাজ্য সরকার।